<p>হিরো মোটোকর্প বাংলাদেশের বাজারে নতুন রূপে নিয়ে এলো ইগনিটোর (Ignitor) ১২৫ সিসি মোটরসাইকেল।</p> <p>প্রযুক্তিনির্ভর আকর্ষণীয় মোটরসাইকেলটিতে যোগ হয়েছে সেফটির জন্য ইন্টিগ্রেটেড ব্রেকিং সিস্টেম, যা দ্বারা ব্রেকিং খুব স্বাভাবিক এবং ধীরে ধীরে করা যায়, জ্বালানিসাশ্রয়ী করার জন্য আইথ্রিএস টেকনোলজি, পরিবেশবান্ধব শক্তিশালী বিএসফোর ইঞ্জিন, স্পোর্টিয়ার ফুয়েল ট্যাংকের সঙ্গে থ্রিডি লোগো ও টিউবলেস টায়ার।</p> <p>নতুন ইগনিটোর একটি এয়ার কুল্ড সিঙ্গেল সিলিন্ডার দ্বারা চালিত হয়।</p>