<p>জুলাইয়ের ১২ ও ১৩ তারিখে অনুষ্ঠিত ১৮তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ। সোমবার (১৪ অক্টোবর) এই ফল প্রকাশ করে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।</p> <p>ফল প্রকাশের ওয়েবসাইটে দেখা যায়, এই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ৮৩ হাজার ৮৬৫ জন। তাদের মধ্যে একজন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত হওয়া শহীদ আবু সাঈদ।</p> <p>প্রকাশিত ফলাফলে দেখা গেছে, রংপুর বিভাগ থেকে পরীক্ষায় অংশ নেওয়া আবু সাঈদ শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। তিনি ইবতেদায়ি জেনারেল শিক্ষক (ইংরেজি ও বাংলা বিষয়) পদে লিখিত পরীক্ষায় অংশ নিয়েছিলেন। পরীক্ষায় আবু সাঈদের রোল নম্বর ছিল ২০১২৫৬২৯৭। বাবার নাম মো. মকবুল হোসেন। মায়ের নাম মনোয়ারা বেগম।</p> <p>ফলাফল প্রকাশের পর ফেসবুকে আবেগঘন স্ট্যাটাস দিয়ে তার সহপাঠী শামসুর রহমান সুমন বলেন, ‘১১ জুলাই ক্যাম্পাসে মিছিল করার পর ১২ জুলাই ছিল আবু সাঈদের শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষা। আমরা ওই দিন সকালে সভা করব। এ সময় আবু সাঈদ বলছিলেন, পরীক্ষা দেব কি না, কিছুই পড়িনি আন্দোলনের কারণে। আমরা বললাম, ভাই পরীক্ষা দিয়ে আসেন, আমরা বিকেলে সভা করব। ১১ জুলাই মিছিলের পর ছাত্রলীগের চড়-থাপ্পড় খাওয়ার স্ট্রেস নিয়ে নিহত হওয়ার তিন দিন আগে ১২ জুলাই পরীক্ষা দিতে যান আবু সাঈদ। সেই পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। পাস করেছেন আবু সাঈদ, কিন্তু আজ তিনি আমাদের মাঝে নেই। আমরা শুধু বীর আবু সাঈদকে হারাইনি, হারিয়েছি একজন মেধাবী শিক্ষার্থীকে।</p> <p>বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শুয়াইব আহমেদ বলেন, ‘আমরা কয়েকজন আবু সাঈদকে কতবার বলেছি, ইংরেজি ডিপার্টমেন্টের ১২তম ব্যাচের সবার প্রথম কেউ যদি জব পায় সেটা হবে আবু সাঈদ। আবু সাঈদ লিখিত পরীক্ষা উত্তীর্ণ সব কিছু আছে শুধু সেই মানুষটা আমাদের মাঝে নেই।</p> <p>নুসরাত জাহান আলভী বলেন, আল্লাহ ভাইকে জান্নাতে অনেক উঁচু মর্যাদা দান করুন। এই দুনিয়া যে ধোঁকা ছাড়া কিছুই না আবরার ভাই আর আবু সাইদ ভাইয়ের নাম সামনে এলে মনে পড়ে যায়। আজকের এইদিনে আবু সাঈদ কতই না খুশি হতো। এটা তার মেধার স্বাক্ষর। </p> <p>আবু সাঈদের বড় ভাই আবু হোসেন কান্না করে দিয়ে বলেন, ‘আজ আবু সাঈদ বেচে থাকলে কতই না খুঁশি হতো। আমাদের পরিবার সবাই এটাই আশা ছিল আবু সাঈদ এক দিন চাকরি করবে।’</p> <p>আবু সাঈদ ২০০১ সালে রংপুরের পীরগঞ্জ উপজেলার বাবনপুর গ্রামে জন্মগ্রহণ করেন। ৯ ভাই-বোনের মধ্যে তিনি সবার ছোট। স্থানীয় জাফরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পঞ্চম শ্রেণিতে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়ে উত্তীর্ণ হন। এরপর স্থানীয় খালাশপীর দ্বিমুখী উচ্চ বিদ্যালয় থেকে গোল্ডেন জিপিএ ৫ পেয়ে এসএসসি পাস করেন।</p> <p>২০১৮ সালে রংপুর সরকারি কলেজ থেকে জিপিএ ৫ পেয়ে এইচএসসি পাস করেন। ২০২০ সালে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগে ভর্তি হন তিনি। আবু সাঈদ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী।</p> <p>১৬ জুলাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত হন আবু সাঈদ। তিনি বেরোবির ইংরেজি বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী ছিলেন এবং এই ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ছিলেন।</p>