<p>চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় কোরবানি গরু কাটতে গিয়ে ফয়সাল নামে এক কিশোরের বুকে ছুরি লেগে আহত হয়েছে বলে জানা গেছে। শনিবার বেলা ১১টার দিকে উপজেলার সরফভাটা ইউনিয়নের পশ্চিম সরফভাটা এলাকায় এ ঘটনা ঘটে। উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিক্যালে পাঠানো হয়েছে।</p> <p>আহত ফয়সালের আত্মীয় মো. রাহুল বলেন, অসাবধানতাবশত গরুর মাংস কাটতে গিয়ে এ ঘটনা ঘটে। রাহাতিয়া দরবারের বিনা ভাড়ার অ্যাম্বুলেন্সের জন্য ফোন করলে স্বেচ্ছাসেবক সদস্যরা তাকে হাসপাতালে নিয়ে যান।</p> <p>উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক পৃথ্বিরাজ কর জানান, ওই কিশোর ছুরিতে আহত হলে তাকে হাসপাতালে আনা হয়। বুকে ফুটা ও শ্বাসকষ্ট থাকায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।</p>