<p>যেখানে ক্রিকেটে তার হাতেখড়ি। সেই চাঁদপুরে নিজ এলাকায় রাজসিক সংর্বধনা পেলেন জাতীয় দলের ক্রিকেটার মাহমুদুল হাসান জয়। অনুজ সতীর্থরা নানা আয়োজনে বরণ করে নিল জয়কে। শনিবার (৭ সেপ্টেম্বর) বিকেলটা ছিল বেশ ঝলমলে। একচিলতে মিঠেকড়া রোদ। তার মাঝেই মিলনমেলা। একদিন যে ক্লাবে যোগ দিয়ে ক্রিকেটের ব্যাট বলের সঙ্গে পরিচয়। নিজেকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হন জাতীয় দলে যুক্ত হবে। সেই ক্লেমন ক্রিকেট ক্লাবে ছুটে আসলেন জাতীয় দলের ক্রিকেটার জয়। পাকিস্তান সিরিজ শেষ করে দেশে ফিরে দুদিন পরেই নিজ এলাকায় এমন রাজসিক সংর্বধনা দিলেন জাতীয় দলের ওপেনার মাহমুদুল হাসান জয়।</p> <p>এসময় ফুলেল ভালোবাসায় সিক্ত হলেন মাহমুদুল হাসান জয়। তাকে নিয়ে এমন আয়োজনে বাদ পড়েনি কেক কাটা। যার হাত ধরে জয় ক্রিকেট জগতে। সেই শ্রদ্ধার মানুষ চাঁদপুরের শামীম ফারুকীকে সঙ্গে নিয়ে এমন ব্যতিক্রমধর্মী আয়োজন। এসময় আলোচনায় উঠে আসে নানা গল্প। ভুলে যাননি অতীত। তাই অনুজদের পরামর্শ দিতেও কার্পণ্য করেননি জয়। আর একাগ্রতা থাকলে কিভাবে সফল হতে হয়। সেই ট্রিপও দিলেন। বললেন, লেগে থাকতে হবে। সঙ্গে একাগ্র চিত্তে এগিয়ে যেতে হবে। তবেই সফলতা আসতে বাধ্য। জয়ের শৈশবের কোচ শামীম ফারুকী বলেন, এমন একজন জয় কিংবা শামীম পাটোয়ারীর মতো আরো ক্রিকেটার সৃষ্টি করতে চান তিনি। সেই চেষ্টায় এখনো কাজ করছেন চাঁদপুরের মাটিতে। মাহামুদুল হাসান জয়কে নিয়ে সংর্বধনা উপলক্ষে আলোচনায় আরো অংশ নেন, সাংবাদিক ফারুক আহম্মদ, চিকিৎসক রাজন কুমার দাস, সাবেক ক্রিকেটার ও সংগঠক শেখ সোহেল, সাবেক ক্রিকেটার গাজী আলমগীর।</p> <p>এদিকে, চাঁদপুরে প্রশিক্ষণ নিচ্ছে- এমন ক্ষুদে ক্রিকেটাররা একদিন জয়-শামীমদের মতো জাতীয় দলে খেলবে। সেই প্রত্যাশা নিয়ে বিশ্ব আসরে বাংলাদেশকে তুলে ধরতে চায় তারা। চাঁদপুর ক্লেমন ক্রিকেট একাডেমিতে প্রশিক্ষণ নিচ্ছে- স্কুল পড়ুয়া এমন শতাধিক শিক্ষার্থী রয়েছে। আর এসব শিক্ষার্থী জয়কে হাতের কাছে পেয়ে জার্সি, ব্যাট ও ক্যাপে অটোগ্রাফ নিতে ভুল করেনি। জাতীয় দলের ক্রিকেটার মাহমুদুল হাসান জয়ের গ্রামের বাড়ি চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায়।<br />  </p>