<p>গোপন বৈঠক করে আওয়ামী লীগের নেতাদের সঙ্গে আতাঁত এবং জমি দখলের অভিযোগে সিরাজগঞ্জের সলঙ্গা থানা বিএনপির দুই নেতাকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হয়েছে। রবিবার (৮ সেপ্টেম্বর) জেলা বিএনপির দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ স্বাক্ষরিত পৃথক চিঠিতে তাদের শোকজ করা হয়।</p> <p>শোকজ প্রাপ্ত নেতারা হলেন সলঙ্গা থানা বিএনপির সভাপতি মতিউর রহমান মতি এবং সহ-সভাপতি হাবিবুর রহমান বাচ্চু।</p> <p>শোকজ পত্রে উল্লেখ করা হয়েছে, মতিউর রহমান মতি মামলায় নাম দেওয়ার জন্য আওয়ামী লীগের নেতাদের সঙ্গে গোপন বৈঠক করেছেন। যা বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। আর হাবিবুর রহমান বাচ্চু অবৈধভাবে অন্যের জমি দখল করেছেন বলে অভিযোগ উঠেছে।  </p> <p>দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ বলেন, জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশে ওই দুই নেতাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। কেন তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না সেই বিষয়ে লিখিত জবাব দিতে বলা হয়েছে।</p>