<p>সিলেট নগরের বন্দরবাজার এলাকায় ব্যবসায়ীদের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশা চালকদের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছে। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) নগরের বন্দরবাজার এলাকার কোর্ট পয়েন্টে এ ঘটনা ঘটে। সংঘর্ষে সিএনজিচালিত অটোরিকশা ও প্রাইভেট কারসহ অন্তত ৪০টি গাড়ি ও ৫টি দোকান ভাঙচুর করা হয়েছে।</p> <p>প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বন্দরবাজার এলাকার সিটি সুপারমার্কেটের সামনে রাস্তায় সিএনজিচালিত অটোরিকশা পার্কিং ও যাত্রী উঠানো-নামানোকে কেন্দ্র করে বেশ কয়েকদিন ধরে দ্বন্দ্ব চলছে। বৃহস্পতিবার দুপুর ১টার দিকে মার্কেটের সামনে যাত্রী নামিয়ে ভাড়া নেওয়ার সময় ব্যবসায়ীরা অটোরিকশা সরিয়ে নিতে বলেন। এ সময় ওই অটোরিকশাচালকের সঙ্গে ব্যবসায়ীদের বাগবিতণ্ডা শুরু হলে সেখানে আরো কয়েকজন অটোরিকশাচালক এসে যোগ দেন। তারা ব্যবসায়ীদের দিকে মারমুখী হন এবং দুই পক্ষের মাঝে হাতাহাতি হয়।</p> <p>এই ঘটনার জেরে কিছুক্ষণ পর দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয় এবং অটোরিকশাচালকরা পিছু হটেন। তার কিছুক্ষণ পর ফের অটোরিকশাচালকদের ধাওয়া করে বন্দরবাজার ছাড়া করেন ব্যবসায়ীরা। এ সময় অজস্র ইটপাটকেল নিক্ষেপ করেন ব্যবসায়ীরা। সংঘর্ষের সময় সিটি মার্কেটের পাঁচটি দোকান ভাঙচুর করেন অটোরিকশাচালকরা। অন্যদিকে ব্যবসায়ীরা অটোরিকশা ও প্রাইভেট কারসহ অন্তত ৪০টি যানবাহন ভাঙচুর করেন। এ সময় উভয় পক্ষ মিলে অন্তত ২০ জন আহত হয়।</p> <p>ব্যবসায়ীদের অভিযোগ, তারা দীর্ঘদিন ধরে সিটি মার্কেটের সামনে সিএনজিচালিত অটোরিকশা পার্কিং ও যাত্রী উঠানামা করতে নিষেধ করছেন। সিলেট সিটি করপোরেশন কর্তৃপক্ষও তাদের একই নির্দেশনা দিয়েছে। কিন্তু কোনো নির্দেশনা না মেনে অটোচালকরা সকাল থেকে রাত পর্যন্ত সিটি মার্কেট, সিটি করপোরেশন, কুদরত উল্লাহ মসজিদ মার্কেট ও পোস্ট অফিসের সামনে সড়ক দখল করে পার্কিং ও যাত্রী উঠানামার কাজ করেন তারা। বিষয়টি নিয়ে আজও কথা বলতে গেলে অটোরিকশা চালকরা মারমুখী আচরণ এবং সিটি মার্কেটের পাঁচটি দোকান ভাঙচুর করেন।<br />  <br /> অন্যদিকে অটোরিকশাচালকরা বলছেন, তারা বিষয়টি নিয়ে সমঝোতা বৈঠক চাচ্ছিলেন। এরই মাঝে ব্যবসায়ীরা তাদের ওপর হামলা করেছেন।</p> <p>এ বিষয়ে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম কালের কণ্ঠকে বলেন, ‘খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে যায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিষয়টি সমাধানের জন্য রাত ৮টার দিকে জেলা প্রশাসকের সঙ্গে উভয় পক্ষকে নিয়ে সভায় বসার কথা রয়েছে।</p>