<p>রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সংলগ্ন পার্কের মোড় থেকে পিস্তুলসদৃশ্য বস্তুসহ দুই তরুণীসহ চারজন আটক হয়েছেন। এ ঘটনায় তরুণ-তরুণীসহ চারজনকে আটক করেছে তাজহাট থানা পুলিশ। এ সময় তাদের ব্যবহার করা প্রাইভেটকারটি জব্দ করেছে রংপুর মেট্রোপলিটন পুলিশ।</p> <p>সোমবার (৩০ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। গোপন সংবাদের ভিত্তিতে তাজহাট মেট্রোপলিটন থানা পুলিশ তাদের একটি প্রাইভেট গাড়িসহ তাদের আটক করে। পরে এ চার তরুণ-তরুণীকে থানায় জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয়।</p> <p>রংপুর মেট্রোপলিটন তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম সর্দার বলেন, পিস্তলটি আসল না নকল তা আমরা খতিয়ে দেখছি। একইসাথে গ্রেপ্তার দুই তরুণ ও দুই তরুণী অন্য কোনো অপরাধের সঙ্গে সম্পৃক্ত কিনা তাও তদন্ত করা হচ্ছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।</p>