<p>গাজীপুরের টঙ্গীতে একাধিক কারখানার সামনে ঝুট ব্যবসা নিয়ে বিএনপির দুই গ্রুপে উত্তেজনা দেখা দিয়েছে। নিটল মোটরস লিমিটেডের সার্ভিস পয়েন্টের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে দেশীয় অস্ত্রের মহড়ার সময় ককটেলসদৃশ বোমার বিস্ফোরণ হয়েছে। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দুপুরে স্থানীয় মিলগেট এলাকায় এই ঘটনা ঘটে।</p> <p>স্থানীয়রা জানায়, নিটল মোটরস লিমিটেডের বর্জিত মাল ক্রয় করে ডেলিভারি করেছিলেন বিএনপি নেতা শেখ মো. আলেক ও তার লোকজন। এ সময় অতর্কিতভাবে বিএনপির আরেক গ্রুপ দেশীয় ধারালো অস্ত্র নিয়ে সার্ভিস পয়েন্টের সামনে এসে ককটেলসদৃশ বোমার বিস্ফোরণ ঘটায়। খবর পেয়ে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা লাঠিসোঁটা নিয়ে ঘটনাস্থলে যাওয়ার পূর্বেই সরে যায় সন্ত্রাসীরা। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।</p> <p>স্থানীয়রা বলছে, এই কারখানায় বিএনপির এক গ্রুপ ব্যবসা করে। মাল ডেলিভারি করার সময় বিএনপির আরেক গ্রুপ মাল ছিনতাই করতে এলে প্রতিরোধের মুখে পিছু হটে যায় তারা। এ সময় বিকট শব্দে বোমার মতো বিস্ফোরণ হয়।</p> <p>গাজীপুর সিটির সাবেক কাউন্সিলর ও বিএনপি নেতা শেখ মোহাম্মদ আলেক বলেন, ‘নিটল টাটার বর্জিত মাল আমার এক আত্মীয়ের নামে ওয়ার্ক অর্ডার করা। ঘটনাস্থলে ছিলাম কিন্তু ককটেল বিস্ফোরণের ঘটনা জানা নেই।’</p> <p>টঙ্গী স্টেশন রোডের সানোভিয়া লিমিটেড নামক কারখানায় টেন্ডারের মাধ্যমে ওয়ার্ক অর্ডার পান সিরাজুল ইসলাম সাথী নামের স্থানীয় বিএনপি নেতা। তিনি মাল নিতে এলে বিএনপির আরেক পক্ষ প্রতিরোধ করার চেষ্টা করে। এ সময় সাময়িক উত্তেজনা দেখা দেয়। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।</p> <p>টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম কালের কণ্ঠকে বলেন, ‘উত্তেজনার খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। ককটেল বিস্ফোরণের শব্দ হয়েছে বলে জানিয়েছে স্থানীয়রা। তবে কেউ কোনো অভিযোগ করেনি।’</p>