<p>অস্ত্রের মুখে অপহৃত ব্যবসায়ী শিবা নন্দ রায় ওরফে শিবু বণিককে ৫০ ঘণ্টা পর উদ্ধার করেছে পুলিশ। পটুয়াখালীর বাউফল থানার ওসি (তদন্ত) আতিকুর রহমানের নেতৃত্বে অভিযান চালিয়ে নাজিরপুর ইউনিয়নের কচুয়া এলাকা থেকে গতকাল রবিবার (৫ ডিসেম্বর) রাত ১টায় তাকে উদ্ধার করা হয়। উদ্ধারের পর তাকে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।</p> <p>চিকিৎসক জানান, তিনি সুস্থ আছেন, ভালো আছেন।</p> <p>জানা যায়, চিকিৎসা শেষে তাকে বাউফল থানায় নিয়ে যাওয়া হয়। সেখান থেকে রাতেই তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।</p> <p>বিষয়টি নিশ্চিত করে বাউফল থানার ওসি মো. কামাল হোসেন বলেন, ‘আজ সোমবার শিবু বণিককে নিয়ে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানাবেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।’</p> <p>গত শুক্রবার রাত সোয়া ১০টা ১৫ মিনিটে ৮ থেকে ১০ জন মুখোশপরা অস্ত্রধারী ব্যবসায়ী শিবু বণিককে তার মার্সেন্টপট্টি দোকান থেকে অস্ত্রের মুখে অপহরণ করে। এ সময় দুর্বৃত্তরা তার ব্যবসাপ্রতিষ্ঠান থেকে ৫ লাখ টাকা লুট করে।</p>