<p>নিষেধাজ্ঞা অমান্য করেই ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার নয়াডিঙ্গী বাস স্ট্যান্ড থেকে আরিচা পর্যন্ত প্রায় ৩৭ কিলোমিটার এলাকায় অবৈধভাবে তিন চাকার যানবাহন চলাচল করছে। এতে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। </p> <p>মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার নয়াডিঙ্গি থেকে আরিচা পর্যন্ত ৩৭ কিলোমিটার এলাকা রয়েছে ঢাকা আরিচা মহাসড়ক। এ মহাসড়ক দিয়েই পশ্চিম অঞ্চল ২১ জেলা থেকে দূরপাল্লার গাড়ি চলাচল করে। আর এসব গাড়ির সামনে দিয়ে অবাধে চলছে নিষিদ্ধ ঘোষিত তিন চাকার সিএনজি চালিত অটোরিকশা, ভ্যান, লেগুনা, ব্যাটারিচালিত রিকশা, ইজিবাইক, মাহেন্দ্র ও টমটম। এ সব যানের অদক্ষ চালকদের বিপজ্জনক ওভারটেকিং ও বেপরোয়া গতির কারণে ঘটছে দুর্ঘটনা। বিশেষ করে শীতের কুয়াশায় সকাল ও রাতে বাড়ছে দুর্ঘটনা।</p> <p>কয়েকজন দুরপাল্লার বাসচালক বলেন, হাইওয়ে পুলিশের তদারকির অভাবে ঢাকা-আরিচা মহাসড়কে এলাকায় অবাধে তিন চাকার যান অটোরিকশা, ভ্যান, লেগুনা, ইজিবাইক, মাহেন্দ্র ও টমটম চলাচল করছে। এতে প্রায়ই ঘটছে দুর্ঘটনা।</p> <p>ঢাকা-আরিচা মহাসড়কের সাটুরিয়া নয়াডিঙ্গি থেকে আরিচা পর্যন্ত হাইওয়ে পুলিশের তদারকি একেবারেই কম। এ মহাসড়কের নৈরাজ্য বিশৃঙ্খলা বেপরোয়া গতিতে গাড়ি চালানো ট্রাফিক অব্যবস্থাপনা তিন চাকার যান বন্ধ ও সড়ক দুর্ঘটনা রোধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি এলাকাবাসীর। এ বিষয়ে হাইওয়ে পুলিশের আরো তদারকি বাড়ানো উচিত।</p> <p>গোলড়া হাইওয়ে থানার ওসি রুপল চন্দ্র দাস বলেন, ‘গত ডিসেম্বরে ১ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত এক মাসে ৩০৭টি প্রসিকিউশন মামলা দায়ের ও ১১ লাখ ১০ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। এ মাসে প্রসিকিউশন মামলা হতে ৯ লাখ ৩ হাজার টাকা আদায় করা হয়েছে। আমাদের অভিযান আরো জোরদার করা হবে।’</p>