<p>মেহেরপুর-কুষ্টিয়া সড়কের ওলিনগর নামক স্থানে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শিপন আলী (১৭) নামের এক কিশোর নিহত হয়েছে। এসময় আহত হয়েছেন তার খালাতো ভাই খোকন (২৩)।</p> <p>বুধবার (৮ জানুয়ারি) সন্ধ্যা গাংনী উপজেলার ওলিনগর নামক স্থানে সাড়ে ৬টার দিকে এই ঘটনা ঘটে। নিহত শিপন আলী গাংনী উপজেলার চিৎলা গ্রামের হাফিজুল ইসলামের ছেলে।</p> <p>স্থানীয়দের বরাত দিয়ে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল জানান, নিহত শিপন আলী ও তার খালাতো ভাই খোকন মোটরসাইকেল যোগে গাংনী থেকে বামন্দির দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে ওলিনগর নামক স্থানে পৌঁছালে দ্রুতগামী একটি সবজি বোঝাই ট্রাককে ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে পড়ে সামনের দিক থেকে আসা অপর একটি ট্রাকের চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায় সে। এসময় গুরুতর আহত হন খোকন।</p> <p>স্থানীয়রা আহত খোকনকে উদ্ধার করে বামন্দীর একটি ক্লিনিকে ভর্তি করেন। সেখানেই তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।</p> <p>অপরদিকে মেহেরপুর-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের গাংনী পৌর এলাকার পল্লী বিদ্যুতের সামনে রাস্তার নির্মাণাধীন পানি দেওয়ার ট্রাকের চাকায় পিষ্ট হয়ে গাংনী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও জামায়াত নেতা মোস্তাফিজুর রহমান সংগ্রাম গুরুতর আহত হয়েছেন। আহত অবস্থায় তাকে উদ্ধার করে কুষ্টিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।</p> <p>জানা গেছে, মোস্তাফিজুর রহমান রাস্তার ওপর কয়েকটি ছাগল দেখে মোটরসাইকেল নিয়ে দাঁড়িয়ে ছিল। এসময় পানি ছিটানো ট্রাক পেছন দিকে যাওয়ার সময় তাকে রাস্তার ডিভাইডারের সঙ্গে ১০/২০ গজ নিয়ে যায়। এতে তার ডান হাতের তিনটি আঙুল ও বাম পায়ের সমস্ত মাংস খসে পড়ে। <br />  <br /> গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল আরো জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিভাবকদের অভিযোগের ভিত্তিতে পরবর্তীতে আইনানুগ ব্যাবস্থা গ্রহণ করা হবে।</p> <p>এর আগে, বিকাল সাড়ে ৩টার দিকে মেহেরপুর-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের গাংনী উপজেলার আকুবপুর গ্রামে মোটরসাইকেল-লোকাল বাসের মুখোমুখি সংঘর্ষে দুই শিক্ষার্থী নিহত হয়েছে। </p> <p>নিহতরা হলেন, গাংনী উপজেলার পীরতলা গ্রামের সৌদি প্রবাসী আলেক হোসেনের ছেলে সিয়াম হোসেন (১৮) ও একই গ্রামের আরেক সৌদি প্রবাসী সোহরাব হোসেন ওরফে সেন্টুর ছেলে আব্দুল্লাহেল বাকী (১৮)। নিহত দুজনেই কুষ্টিয়া ইসলামিয়া কলেজের একাদশ শ্রেণির ছাত্র।</p>