বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সকল প্রোগ্রামকে সবার জন্য সহজলভ্য ও শিক্ষার মান উন্নয়ন কর্মমুখী, গণমুখী করার জন্য মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৯ ফেব্রুয়ারি) সকালে রংপুরের মিঠাপুকুর উপজেলার ২নং রানীপুকুর ইউনিয়নের বলদীপুকুর সেন্ট মেরিস আদিবাসী নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে আদিবাসী ও নৃ-গোষ্ঠীদের নিয়ে এ মতবিনিময় সভা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ওপেন স্কুলের ডিন অধ্যাপক ড. মো. শিরিন সুলতানা।
এসময় বক্তরা বলেন, শিক্ষার আলো ঘরে ঘরে ছড়িয়ে দাও।
আর শিক্ষার মানকে এগিয়ে নেও। এ সময় প্রতিটি স্কুল ও কলেজের শিক্ষকসহ প্রায় ২ শতাধিক শিক্ষার্থী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
উপজেলার বলদীপুকুর সেন্ট মেরিস আদিবাসী নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মারিয়া কস্তা-এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আঞ্চলিক পরিচালক ও বসুন্ধরা শুভসংঘের উপদেষ্টা আবু হাফিজ মো. ফজলে নিজামী, অর্থ ও হিসাব শাখার উপ পরিচালক মো. আজিজার রহমান, ৩নং পায়রাবন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফারুক হোসেন, রানীপুকুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবু ফরহাদ, পায়রাবন্দ বেগম রোকেয়া স্মৃতি গার্লস স্কুল এন্ড কলেজের ও বাউবি স্টাডিসেন্টারের সমন্বয়কারী অধ্যক্ষ মাহেদুল আলম, রানীপুকুর ইউপির ৬নং ওয়ার্ড সদস্য শফিকুল ইসলাম বাবু, বলদীপুকুর সেন্ট মেরিস আদিবাসী নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ফা. নারায়ন সিং।
বাংলাদেশ উম্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবির) উপাচার্য অধ্যাপক ড.এবি এম ওবায়দুল ইসলামের দিক নির্দেশনায় এগিয়ে যাচ্ছে বাউবির শিক্ষা কার্যক্রম।
এসময় উপাচার্য ভিডিও কলে যুক্ত হয়ে জানান, সারাদেশে বাউবি ভালো মানের শিক্ষার ব্যবস্থা গ্রহন করেছে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে।
রংপুর জেলায় শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার জন্য বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের(বাউবি) স্কুল-কলেজের শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভা করছেন।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক পরিচালক ও বসুন্ধরা শুভসংঘের উপদেষ্টা আবু হাফিজ মো. ফজলে নিজামী বলেন, এগিয়ে চলো বাউবি সামনে আছে সুন্দর সকাল। আপনার শিশুকে স্কুলে পাঠাবেন।
ভালো শিক্ষা অর্জন করতে গেলেই লেখাপড়ার বিকল্প নেই। ভালো মানুষ গড়তে হলে শিক্ষার বিকল্প নেই। তাই যারা উচ্চ শিক্ষা অর্জন করতে চান, তারা আসুন উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে উচ্চ শিক্ষা অর্জন করুন। উন্মুক্ত বিশ্ববিদ্যালয় আপনাকে মেধাবী শিক্ষক ধারার শিক্ষা অর্জনের প্রতিশ্রুতি দিচ্ছে।
পরে অতিথিবৃন্দদেরকে ক্রেষ্ট তুলে দেওয়া হয়।