সাবেক এমপি ছানোয়ার ১৯ দিনের রিমান্ডে

টাঙ্গাইল প্রতিনিধি
টাঙ্গাইল প্রতিনিধি
শেয়ার
সাবেক এমপি ছানোয়ার ১৯ দিনের রিমান্ডে
সংগৃহীত ছবি

টাঙ্গাইল-৫ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি ছানোয়ার হোসেনকে চার মামলায় ১৯ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার (১৭ মার্চ) টাঙ্গাইল সদর আমলি আদালত একটি হত্যাসহ তিন মামলায় ১৩ দিন এবং মির্জাপুর আমলি আদালত একটি হত্যা মামলায় পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

ছানোয়ারকে পাঁচটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে প্রতিটি মামলায় সাত দিন করে রিমান্ড চেয়ে টাঙ্গাইল সদর আমলি আদালতে হাজির করা হয়। টাঙ্গাইল সদর থানায় স্কুলছাত্র মারুফ হত্যা মামলা এবং আরো দুটি ভাঙচুর ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের ওপর হামলার ঘটনায় করা মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

এ মামলাগুলোতে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ সাত দিন করে রিমান্ড আবেদন করে। শুনানি শেষে আদালতের বিচারক গোলাম মাহবুব খান মারুফ হত্যা মামলায় ও দ্রুত বিচার আইনে করা মামলায় পাঁচ দিন এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের ওপর হামলা মামলায় চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

ছানোয়ারকে মির্জাপুর আমলি আদালতে হাজির করা হয়। এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিতে নিহত কলেজ ছাত্র মারুফ হত্যা মামলায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করে।

শুনানি শেষে আদালতের বিচারক মোছাম্মৎ রুমি খাতুন পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।  

টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানবীর আহম্মদ জানান, সোমবার থেকেই ছানোয়ারকে তারা জিজ্ঞাসাবাদ শুরু করবেন।  

ছানোয়ার ২০১৪ ও ২০১৮ সালে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে টাঙ্গাইল-৫ (সদর) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে তিনি দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়ে বিজয়ী হন।

শেখ হাসিনা সরকারের পতনের পর তিনি আত্মগোপনে চলে যান। ১৫ ফেব্রুয়ারি রাতে ঢাকা মহানগরীর ভাটারা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে ভাটারা থানায় একটি মামলায় তাকে রিমান্ডে নিয়ে পুলিশ জিজ্ঞাসাবাদ করে। তার পর থেকে কেরানীগঞ্জে কেন্দ্রীয় কারাগারে ছিলেন ছানোয়ার।

মন্তব্য

সম্পর্কিত খবর

গাজীপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ঘোড়ার মাংস বিক্রি বন্ধ

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
শেয়ার
গাজীপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ঘোড়ার মাংস বিক্রি বন্ধ
সংগৃহীত ছবি

গাজীপুরে ঘোড়া জবাই ও তার মাংস বিক্রি বন্ধের নির্দেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১৮ মার্চ) নগরীর হায়দ্রাবাদ এলাকায় গিয়ে এই আদেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জালাল উদ্দিন।

ভ্রাম্যমাণ আদালতে উপস্থিত উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ শাহীন মিয়া জানান, ২০১১ সালের পশু জবাই ও মান নিয়ন্ত্রণ আইন অনুযায়ী স্বাস্থ্য পরীক্ষা ব্যতীত এবং লাইসেন্স ছাড়া পশু জবাই ও তার মাংস বিক্রি দণ্ডনীয় অপরাধ। এক্ষেত্রে এক বছরের জেল জরিমানার বিধান রয়েছে।

 

তিনি আরো জানান, মাংস বিক্রেতা শফিকুল ইসলামকে ডেকে কঠোরভাবে সতর্ক করা হয়। অন্যথায় বুধবার থেকে গ্রেপ্তার ও জেল জরিমানা করা হবে। 

বেশ কিছু দিন ধরে গাজীপুর মহানগরীর হায়দ্রাবাদ এলাকায় দুবাই ফেরত আ ন ম নূরুল্লাহ মামুন ও তার বন্ধু শফিকুল ইসলাম ঘোড়া জবাই ও মাংস বিক্রির প্রচলন শুরু করেন। শুরুতে ২৫০ টাকা কেজি দরে মাংস বিক্রি করতেন তারা।

ঘোড়ার মাংস বিক্রির বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যম এবং বিভিন্ন পত্রিকা ও অনলাইনে ব্যাপকভাবে প্রচারিত হলে ব্যাপক চাহিদা তৈরি হয়। 

দূরদূরান্ত থেকে মানুষ ঘোড়ার মাংস নিতে ভিড় করেন। দাম কেজি প্রতি ১০০ টাকা বাড়িয়ে করা হয় ৩৫০ টাকা। ঘোড়ার মাংস বিক্রি নিয়ে পক্ষে-বিপক্ষে নানা মতামত প্রকাশ পায়।

সৃষ্টি হয় মিশ্র প্রতিক্রিয়া। বিষয়টি প্রশাসনের নজরে আনা হলে মঙ্গলবার ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেন। 

মন্তব্য

সৎ ও দেশপ্রেমিক শাসক ছাড়া উন্নয়ন সম্ভব নয় : দেলাওয়ার হোসেন

ঠাকুরগাঁও প্রতিনিধি
ঠাকুরগাঁও প্রতিনিধি
শেয়ার
সৎ ও দেশপ্রেমিক শাসক ছাড়া উন্নয়ন সম্ভব নয় : দেলাওয়ার হোসেন
ছবি: কালের কণ্ঠ

সৎ, দক্ষ, দেশপ্রেমিক ও ন্যায়পরায়ণ শাসকদের হাতে ক্ষমতা না আসা পর্যন্ত দেশের প্রকৃত উন্নয়ন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি মো. দেলাওয়ার হোসেন। তিনি বলেন, আগামী দিনে রাষ্ট্রের প্রতিটি সেক্টরে সৎ ও যোগ্য ব্যক্তিদের নেতৃত্ব নিশ্চিত করতে মুসলমানদের উদ্যোগী হতে হবে। রোজার শিক্ষা এটাই।

মঙ্গলবার (১৮ মার্চ) বিকেলে ঠাকুরগাঁওয়ের রহিয়া উচ্চ বিদ্যালয় মাঠে ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দেলাওয়ার হোসেন বলেন, ঐতিহাসিক বদর দিবস কোরআন বিজয়ের দিবস। এই দিনে মুসলমানরা অল্প অস্ত্র নিয়েও ঈমানের শক্তিতে বলীয়ান হয়ে এক হাজার কাফেরকে পরাজিত করেছিল। আমরা যদি বদরের সৈনিক হতে পারি, তাহলে সংখ্যায় কম হলেও বিজয় আমাদের সুনিশ্চিত। রোজার শিক্ষা হলো বদর ও ওহুদের মতো যুদ্ধের জন্য নিজেদের প্রস্তুত করা।

তিনি বলেন, আমরা আল্লাহর কাছে ছাড়া আর কারও কাছে মাথা নত করব না। জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা আমাদের এই শিক্ষাই দিয়েছেন। একের পর এক নেতাকে ফাঁসি দেওয়া হলেও তারা কারও কাছে মাথা নত করেননি। আমরা তাকওয়া অর্জন করে শুধু আল্লাহর ভয়ে কাজ করব, কোনো মানুষকে ভয় করে নয়।

দেলাওয়ার হোসেন বলেন, আমরা মানুষের অধিকার আদায়ের স্বপ্ন নিয়ে কাজ করছি। অতীতে সৎ ও সুন্দর সমাজ প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছি, ভবিষ্যতেও কুরআনের আলোকে একটি সুন্দর সমাজ গড়তে আপনাদের সঙ্গে নিয়ে কাজ করব।

ইফতার মাহফিলে ঠাকুরগাঁও জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মো. কফিল উদ্দিন আহমেদসহ স্থানীয় জামায়াত-শিবিরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য

আদালতে আর দখলদারিত্ব চলতে দেওয়া হবে না : নুর

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
আদালতে আর দখলদারিত্ব চলতে দেওয়া হবে না : নুর
সংগৃহীত ছবি

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেন,  আওয়ামী লীগের আমলে আদালত চলতো শেখ হাসিনার নির্দেশে। মামলার রায় আসতো গণভবন থেকে। আদালতগুলোতে আওয়ামী লীগ পন্থীরা দখলদারি চালাতো। জুলাই গণঅভ্যুত্থানের পর এমন চলতে পারে না।

এখানে সব দলের আইনজীবীর সমান অধিকার থাকবে। শেখ হাসিনার আমলের মতো এখন আদালতগুলোতে আর দখলদারিত্ব চলতে দেওয়া হবে না।

মঙ্গলবার (১৮ মার্চ) ঢাকা আইনজীবী সমিতি ভবনের অডিটোরিয়ামে আয়োজিত ইফতার মাহফিলে অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। বাংলাদেশ আইনজীবী অধিকার পরিষদ ঢাকা বার ইউনিটের পক্ষ থেকে ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

 

নুরুল হক নুর বলেন, ঢাকাবারে এডহক কমিটি রয়েছে। সব দলের অংশগ্রহণে দ্রুত সময়ের ভেতরে ঢাকা বারের নির্বাচনের দাবি জানাই।

আরো পড়ুন
বোনের বাড়িতে যাওয়ার সময় নিখোঁজ স্কুলছাত্রী

বোনের বাড়িতে যাওয়ার সময় নিখোঁজ স্কুলছাত্রী

 

বাংলাদেশ আইনজীবী অধিকার পরিষদ কিছুদিন হলো যাত্রা শুরু করেছে। ইতোমধ্যে বিভিন্ন বারে বাংলাদেশ আইনজীবী অধিকার পরিষদের কমিটি দেওয়া হচ্ছে।

বাংলাদেশ আইনজীবী অধিকার পরিষদ, আইনজীবীদের সুরক্ষা ও জনগণের ন্যায় বিচার প্রাপ্তির জন্য কাজ করে যাবে।

বাংলাদেশ আইনজীবী অধিকার পরিষদের সদস্য সচিব ও গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য অ্যাড. নুরে এরশাদ সিদ্দিকী বলেন, ঢাকা আইনজীবী সমিতির নির্বাচন দ্রুত দিতে হবে। এডহক কমিটির মেয়াদ বৃদ্ধি করে ঢাকা বারের নির্বাচন প্রলম্বিত করার কোন সুযোগ নেই। আইনজীবী অধিকার পরিষদ সারাদেশের সাধারণ আইনজীবীদের অধিকার নিয়ে কাজ করবে।

ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন বাংলাদেশ আইনজীবী অধিকার পরিষদ, ঢাকা বারের আহবায়ক অ্যাডভোকেট মোমিনুল ইসলাম, ঢাকা বারের সদস্য সচিব অ্যাডভোকেট হাবিবুর রহমানের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য আবু হানিফ, শাকিল উজ্জামান, আইন সম্পাদক অ্যাডভোকেট শওকত হোসেন, অ্যাডভোকেট মেহেদী হাসান, অ্যাডভোকেট সাজেদুল ইসলাম রুবেল ও অ্যাডভোকেট আনোয়ার হোসেন প্রমুখ।

মন্তব্য

‘যৌক্তিক সময়ের মধ্যে সংস্কার শেষ করে দ্রুত নির্বাচন দেন’

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
শেয়ার
‘যৌক্তিক সময়ের মধ্যে সংস্কার শেষ করে দ্রুত নির্বাচন দেন’
সংগৃহীত ছবি

জামায়াতে ইসলামীর চট্টগ্রাম মহানগরী আমির ও সাবেক এমপি শাহজাহান চৌধুরী বলেছেন, যৌক্তিক সময়ের মধ্যে সংস্কার শেষ করে দ্রুত নির্বাচন দেন। তাহলে দেশে স্থিতিশীলতা চলে আসবে। যা সবার জন্য মঙ্গল। 

মঙ্গলবার (১৮ মার্চ) বিকালে চট্টগ্রাম ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিল অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন সংগঠনের প্রতিনিধিবৃন্দ, পেশাজীবী, শিক্ষাবিদ, কবি-সাহিত্যিক, ডাক্তার, সাংবাদিক, গবেষক, ব্যবসায়ী ও সমাজের বিভিন্ন স্তরের অংশীজনদের সম্মানে এ ইফতারের আয়োজন করা হয়।

শাহজাহান চৌধুরী বলেন, বিগত ১৬ বছর এদেশ নির্বাচনবিহীন সরকারের মাধ্যমে পরিচালিত হয়েছে। সেই সরকার মানুষের অধিকার ভূলন্ঠিত করেছিল। তারা অর্থনৈতিক, বিচার ও সামাজিক দিক থেকে বিশৃঙ্খলা তৈরি করেছিল।

সেই সময় মানুষের কোনো স্বাধীনতা ছিল না। যারা শাসন করেছিল তারা এ দেশের সম্পদ লুণ্ঠন করেছিল। এ দেশকে অর্থনৈতিকভাবে পঙ্গু বানিয়ে দিয়েছে। বিগত স্বৈরাচারী শাসক দেশের বিভিন্ন ব্যাংক ডাকাতি করেছে।
মিলিয়ন মিলিয়ন ডলার পাচার করেছে। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে যৌক্তিক সময়ের মধ্যে সংস্কার শেষ করে দ্রুত নির্বাচন দেয়ার আহ্বান জানাচ্ছি। যৌক্তিক সময় বলতে সংস্কারের জন্য যতটুকু সময় প্রয়োজন তার বেশি নয়। তাহলে সেটা হবে সবার জন্য মঙ্গল।

ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সভাপতি ও সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন, চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানম, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর ছেলে ইসরাফিল খসরু, দৈনিক কর্ণফুলীর সম্পাদক আফছার উদ্দিন চৌধুরী, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের সাবেক প্রো-ভিসি ড. আবু বকর রফিক আহমদ, ইসলামী ঐক্য জোটের চেয়ারম্যান আল্লামা মুফতি ইজহারুল ইসলাম চৌধুরী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. আতহার উদ্দিন, ইফতেখার উদ্দিন চৌধুরী, ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক ড. বেলাল নুর আজিজ, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ইয়াছিন চৌধুরী লিটন, বাংলাদেশ লেবার পার্টির সভাপতি আলাউদ্দিন, সেক্রেটারি মো. আফসার উদ্দিন, ইসলামী আন্দোলন বাংলাদেশের মাওলানা মুসলেহ উদ্দিন, প্রচার সম্পাদক তরিকুল ইসলাম, মাওলানা শাব্বির আহমদ, প্রেস ক্লাবের অর্ন্তবর্তী কমিটির সদস্য সচিব জাহেদুল করিম কচি, বাসসের ব্যুরো প্রধান শাহনেওয়াজ, এটিএন বাংলার ব্যুরো প্রধান আবুল হাসনাত, সিইউজের যুগ্ম সম্পাদক ওমর ফারুক, যুগান্তরের ব্যুরো প্রধান শহিদুল্লাহ শাহরিয়ার, বাংলাদেশ প্রতিদিনের ব্যুরো প্রধান মজুমদার নাজিম উদ্দিন প্রমুখ।

 

মন্তব্য

সর্বশেষ সংবাদ