<p>ব্রিটিশ গায়িকা ডুয়া লিপা বিশ্বব্যাপী জনপ্রিয় এক নাম। সারা বিশ্বে অগণিত ভক্ত-অনুরাগী রয়েছে এই গায়িকার। ভারতেও রয়েছে বিশাল ভক্তকুল। তাই ভারত ভ্রমণ বরাবরই পছন্দের তালিকায় থাকে গায়িকার। গতকাল (৩০ নভেম্বর) ভারতে কনসার্ট করলেন ডুয়া লিপা। সেখানেই এক অনন্য মুহূর্তের সাক্ষী থাকল দর্শকরা। বিশেষ করে শাহরুখভক্তরা। এদিন মঞ্চে শাহরুখের সিনেমার গান গাইলেন ডুয়া লিপা।</p> <p>৩০ নভেম্বর মুম্বাইয়ে ছিল জোম্যাটো ফিডিং ইন্ডিয়া কনসার্ট। সেখানেই ডুয়া লিপা তাঁর ‘লেভিটেটিং’ গানটির সঙ্গে শাহরুখ খানের বাদশা সিনেমার ‘ও লাড়কি জো’ গানটির ম্যাশাপ বাজান। প্রসঙ্গত এই ম্যাশাপটি তার এক অনুরাগী প্রথমে বানিয়েছিলেন। যেটি ইন্টারনেটে ব্যাপক ভাইরাল হয়। তা থেকে অনুপ্রাণিত হয়েই তিনি এদিন এই গানে পারফর্ম করেন। আর সেই পারফরম্যান্সের একাধিক ভিডিও ভাইরাল হয়েছে ইন্টারনেটে। শাহরুখকন্যা সুহানা খান নিজেও এই ভিডিও শেয়ার করেছেন। ডুয়া লিপার এই ভিডিও শেয়ার করে একাধিক ইমোজি পোস্ট করেন সুহানা।</p> <figure class="image"><img alt="5" height="514" src="https://img.republicworld.com/tr:w-700,q-50/all_images/GdpQWU0XkAA6TCd-1732987708985.webp" width="450" /> <figcaption><sub><em>মুম্বাই মাতালেন ডুয়া লিপা</em></sub></figcaption> </figure> <p>ভারতে এবার লিপার সফর জোমাটো ফিডিং ইন্ডিয়া কনসার্টের জন্য। শনিবার মুম্বাইয়ে তার পারফরম্যান্স দেখতে আম্বানিদের পাশাপাশি একাধিক তারকাও হাজির ছিলেন। মঞ্চে ডুয়া লিপার ‘শাহরুখ স্পেশাল’ পারফরম্যান্সের সাক্ষী থাকলেন সবাই। ভক্ত-অনুরাগীরাও উচ্ছ্বাসে পাগলপ্রায়। রীতিমতো মুম্বাই কাঁপিয়ে গেলেন এই গায়িকা।</p> <p>সাতটি ব্রিট অ্যাওয়ার্ডের পাশাপাশি তিনটি গ্র্যামি পুরস্কার রয়েছে ডুয়া লিপার ঝুলিতে। বিশ্বব্যাপী অগণিত ভক্তের পছন্দের তারকা ডুয়া লিপা নিজে শাহরুখ খানের বড় ভক্ত। ২০১৯ সালে ডুয়া লিপা যখন ভারতে এসেছিলেন, তখন শাহরুখ খানের সঙ্গে দেখা করেছিলেন। কিং খানের সঙ্গে পোজ দিয়ে তিনি ছবিও তোলেন। শাহরুখ নিজে সেই ছবিটি ইনস্টাগ্রামে পোস্ট করেছিলেন।</p>