<p>সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে রাশিয়ার রাজধানী মস্কোতে বিষ প্রয়োগে হত্যার চেষ্টা করা হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সান এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। ওই প্রতিবেদনে বলা হয়েছে, গত ডিসেম্বরের শুরুতে সাবেক এই স্বৈরশাসক ক্ষমতাচ্যুত হয়ে সিরিয়া থেকে পালিয়ে মস্কোতে আশ্রয় নেন। তখন থেকে মস্কোর এক নির্জন অ্যাপার্টমেন্টে বসবাস করছেন তিনি। সেখানেই গত রবিবার তিনি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন। মস্কোতে তাঁকে নিরাপদে রাখা হয়েছে বলেই ধারণা করা হচ্ছিল। কিন্তু সেই সুরক্ষার মধ্যেই এমন একটি ঘটনা ঘটল। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে রাশিয়ার সাবেক এক শীর্ষ গুপ্তচর পরিচালিত টেলিগ্রাম অ্যাকাউন্টে জেনারেল এসভিআর জানিয়েছে, আসাদের হঠাৎ ব্যাপক কাশি হতে শুরু করে এবং তিনি শ্বাসকষ্টে ভুগতে থাকেন। অবস্থার অবনতি হতে থাকলে দ্রুতই তাঁর অ্যাপার্টমেন্টেই চিকিত্সার ব্যবস্থা করা হয়। সূত্র : এরাব নিউজ</p> <p> </p>