ঢাকা, রবিবার ১৬ মার্চ ২০২৫
২ চৈত্র ১৪৩১, ১৫ রমজান ১৪৪৬

ঢাকা, রবিবার ১৬ মার্চ ২০২৫
২ চৈত্র ১৪৩১, ১৫ রমজান ১৪৪৬

‘নারীই নারীর শত্রু’, মনে করালেন পাওলি দাম

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
শেয়ার
‘নারীই নারীর শত্রু’, মনে করালেন পাওলি দাম
পাওলি দাম

গতকাল বিশ্বব্যাপী পালিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস। নারীর অধিকার ও ক্ষমতায়ন নিয়ে সচেতন হওয়ার এই দিনে নারীদের প্রতি বৈষম্য নিরসনেরই দাবি জানাতে শোনা যায় সবাইকে। তবে ব্যতিক্রমী মন্তব্য করতে দেখা গেল টলিউডের আলোচিত অভিনেত্রী পাওলি দামকে। পাওলির মতে, নারীই আসলে নারীর শত্রু।

আরো পড়ুন
ধর্ষণ থেকে বাঁচতে নারীদের ‘কারাতে’ শেখার আহ্বান রুবেলের

ধর্ষণ থেকে বাঁচতে নারীদের ‘কারাতে’ শেখার আহ্বান রুবেলের

 

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারে নারী দিবস উপলক্ষে একটি লেখা প্রকাশ করেন পাওলি দাম। সেখানে পাওলি বলেন, ‘কর্মক্ষেত্রে আমাকে তেমন খারাপ অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়নি। শুরু থেকে এখন পর্যন্ত, যে যে পরিচালকের সঙ্গে কাজ করেছি (সিংহভাগই পুরুষ), তারা কেউ কোনো দিন মানসিক বা শারীরিকভাবে হেনস্তা করেননি। কিন্তু তার মানে এমন নয় যে সবাই ভাগ্যবান।

সম্প্রতি আমাদের ইন্ডাস্ট্রিতে এক পরিচালকের বিরুদ্ধে হেনস্তার অভিযোগ এনেছিলেন এক অভিনেত্রী। সেই পিটিশনে সই করে লিখেছি, আমার সঙ্গে ঘটছে না মানে, আর কারো সঙ্গে ঘটছে না, তা নয়।’

আরো পড়ুন
সেই আছিয়ার জন্য বিচার চাইলেন শাকিব খান

সেই আছিয়ার জন্য বিচার চাইলেন শাকিব খান

 

এরপর অভিনেত্রী আরো লেখেন, “অনেকের হয়তো মনে হতে পারে, আমার সঙ্গে তো হয়নি, তাই আমি এ সবের মধ্যে নেই। সে ক্ষেত্রে কিন্তু অভিযোগকারীকেই প্রশ্নের মুখে ফেলে দেওয়া হচ্ছে।

আর সেখান থেকেই নারীদের ঐক্যবদ্ধ হওয়া প্রচেষ্টাকে অসম্মান করা হচ্ছে। ঠিক সেই সময়গুলিতেই প্রশ্ন জাগে, ‘মেয়েরা মেয়েদের শত্রু’ বাক্যটি কি পুরোটাই মিথ্যে?”

আরো পড়ুন
মৃত্যু রহস্য উন্মোচিত হলো অস্কারজয়ী অভিনেতার

মৃত্যু রহস্য উন্মোচিত হলো অস্কারজয়ী অভিনেতার

 

পাওলি বলেন, ‘মেয়ে হয়ে মেয়েদের পাশে না দাঁড়ানো, ক্ষমতা পেয়ে অন্য একটি মেয়ের পথের কাঁটা হয়ে ওঠা, আর একটি মেয়ের চরিত্র হননে অংশ নেওয়া, নিজে যেমন অত্যাচারিত হয়েছে সে রকমই অন্য মেয়েকে ফিরিয়ে দেওয়া—এই ঘটনাগুলি তো কানে আসেই। সবই পিতৃতন্ত্রের ফসল ঠিকই, কিন্তু এই হিংসা থেকে বেরিয়ে তো আসতে হবে। নিজেরা যদি ওই বাক্যটিকে ভুল প্রমাণ না করতে পারি, তা হলে কে করবে?’

বর্তমানে মুক্তির অপেক্ষায় রয়েছে পাওলির নতুন সিরিজ ‘কাবেরী’। নারীকেন্দ্রিক গল্পে নির্মিত সিরিজটি পরিচালনা করেছেন সৌভিক কুণ্ডু।

ওটিটি প্ল্যাটফরম হইচই-এ আসবে এটি।

মন্তব্য

সম্পর্কিত খবর

কিংবদন্তি শিল্পী কবীর সুমনের জন্মদিন আজ

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
কিংবদন্তি শিল্পী কবীর সুমনের জন্মদিন আজ
সংগৃহীত ছবি

কবীর সুমন একজন বাঙালি গায়ক, গীতিকার, অভিনেতা, বেতার সাংবাদিক, গদ্যকার এবং সংসদ সদস্য। তার আরো একটি পরিচয় হলো তিনি যোদ্ধা। তিনি যুদ্ধ করছেন শ্রেণিবৈষম্য, অপসংস্কৃতি, শুদ্ধ গানের চর্চা আর মনুষ্যত্ব টিকিয়ে রাখার আহ্বান নিয়ে। এই মহান শিল্পীর জন্মদিন আজ।

সময়ের স্রোতে গা ভাসিয়ে ৭৬ বছরে পা দিয়েছেন তিনি। ভক্তদের ভালোবাসা আর শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে দিনটি পার করছেন কবির সুমন। 

১৯৪৬ সালের ১৬ মার্চ ভারতের ওড়িশায় জন্মগ্রহণ করেন তিনি। পূর্ব নাম সুমন চট্টোপাধ্যায়।

পিতা সুধীন্দ্রনাথ এবং মাতা উমা চট্টোপাধ্যায়। ২০০০ সালে বাংলাদেশের আরেক কিংবদন্তি গায়িকা সাবিনা ইয়াসমিনকে বিয়ে করেন কবীর সুমন। সে সময় ধর্মান্তরিত হয়ে নিজের নাম রাখেন কবীর সুমন।

মূলত আধুনিক ও রবীন্দ্রসংগীতই বেশি গেয়েছেন এই গুণী শিল্পী।

সুমন যে সবার থেকে আলাদা, তা বুঝতে হলে শ্রোতাদের সংগীত-বোদ্ধা হতে হয় না। সাধারণত নিজের গান নিজেই লেখেন, নিজেই সুর করেন।

শিল্পীজীবনের প্রথম পর্যায়ে সুমন ‘নাগরিক’ নামের কলকাতার একটি ব্যান্ডের সঙ্গে যুক্ত ছিলেন। পরবর্তী সময়ে সুমন নিজেই একটা ব্যান্ড খোলেন, নাম দিলেন ‘সুমন দ্য ওয়ান ম্যান ব্যান্ড’। সুমনই সুমনের ব্যান্ডের একজন এবং একমাত্র সদস্য।

তার কনসার্টে অন্য কোনো যন্ত্রশিল্পীর প্রয়োজন পড়ে না। একই সঙ্গে গিটার, হারমোনিকা, কিবোর্ড বাজিয়ে নিজেই নিজের গান করেন।

১৯৯২ সালে ‘তোমাকে চাই’ অ্যালবামের মাধ্যমে তিনি বাংলা গানে এক নতুন ধারার প্রবর্তন করেন। তার স্বরচিত গানের অ্যালবামের সংখ্যা পনেরো। সংগীত রচনা, সুরারোপ, সংগীতায়োজন ও কণ্ঠদানের পাশাপাশি গদ্যরচনা ও অভিনয় ক্ষেত্রেও তিনি স্বকীয় প্রতিভার স্বাক্ষর রেখেছেন। তিনি একাধিক প্রবন্ধ, উপন্যাস ও ছোটগল্পের রচয়িতা এবং হারবার্ট ও চতুরঙ্গ প্রভৃতি মননশীল ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রের রূপদানকারী।

প্রথম জীবনে রেডিও জার্নালিস্ট হিসেবে কাজ করেছেন ডয়েচে ভেলে-তে, কাজ করেছেন অল ইন্ডিয়া রেডিওতে। কেরানি ছিলেন ইউনাইটেড ব্যাঙ্ক অব ইন্ডিয়ায়। বন্ধু অঞ্জন দত্তের অনুরোধে অভিনয় করেছেন ‘রঞ্জনা আমি আর আসবো না’সহ কিছু ভারতীয় বাংলা সিনেমায়। সৃজিতের ‘জাতিস্মর’ সিনেমায়ও মিলেছে সুমনের উপস্থিতি।

কবীর সুমনের সৃষ্ট গানগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে দুনিয়াটা, গানওয়ালা, তোমাকে চাই, তুমি ছিলে, হাল ছেড়ো না বন্ধু, অভিবাদন, খোদার কসম জান, জাতিস্মর ইত্যাদি।

যেখানে অন্যায়, সেখানেই সুমনের প্রতিবাদ। রাজনীতিতে নাকি দলই সবার ওপরে। কিন্তু নিজের দলকেও সুমন রেহাই দেননি। মানুষ হিসেবে তিনি আগাগোড়া অসাম্প্রদায়িক। লালন সাঁই তার আত্মার মন্দিরে থাকেন।

মন্তব্য

‘ধর্ষণের প্রতিবাদ করা অনেকেই আমাকে শোয়ার প্রস্তাব দিয়েছে’

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
শেয়ার
‘ধর্ষণের প্রতিবাদ করা অনেকেই আমাকে শোয়ার প্রস্তাব দিয়েছে’
সংগৃহীত ছবি

নারীদের ওপর নির্যাতন, ধর্ষণের ঘটনায় উত্তাল সারা দেশ। বিশেষ করে ছোট্ট শিশু আছিয়ার মৃত্যুর পর অনলাইন-অফলাইনসহ সব প্ল্যাটফরমেই ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ডের দাবি জানানো হয়েছে।

9

সাধারণ মানুষ যেমন ধর্ষকদের বিরুদ্ধে আওয়াজ তুলেছেন, শোবিজাঙ্গনের তারকারাও বর্তমান পরিস্থিতি নিয়ে নিজেদের উদ্বেগের কথা জানিয়েছেন। তেমনই এক উদ্বেগের কথাই শোনা গেল অভিনেত্রী জিনাত শানু স্বাগতার কণ্ঠে।

অভিনেত্রী জানালেন, তার পরিচিতি এমন অনেকেই ধর্ষকের বিচার চাইছেন, যারা নিজেরাই কাজের বিনিময়ে তাকে আপত্তিকর প্রস্তাব দিয়েছিলেন।

আরো পড়ুন
ড্রোন-অ্যাপ দিয়ে যেভাবে হিজাববিহীন নারীদের ধরছে ইরান

ড্রোন-অ্যাপ দিয়ে যেভাবে হিজাববিহীন নারীদের ধরছে ইরান

 

শুক্রবার (১৪ মার্চ) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে স্বাগতা লিখেছেন, ‘আমার নিউজফিডে প্রচুর পুরুষকে দেখছি ধর্ষকের বিরুদ্ধে জোর প্রতিবাদ জানিয়েছে। কিন্তু এর মধ্যে অনেকেই আমাকে কাজের বিনিময়ে শোয়ার শর্ত জুড়ে দিয়েছে। রাজি হইনি বলে চিরতরে কাজের সুযোগও বন্ধ করে দিয়েছে।

প্রশ্ন হচ্ছে তারাও কি ধর্ষক নয়?’

মন্তব্য

ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমা নিয়ে যা বললেন তৌসিফ

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক
শেয়ার
ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমা নিয়ে যা বললেন তৌসিফ
সংগৃহীত ছবি

অনেক দিন পর একাধিক সিনেমা নিয়ে জমে উঠতে যাচ্ছে চিত্রপাড়া। আসন্ন ঈদুল ফিতরে মুক্তি পেতে যাচ্ছে ‘বরবাদ’, ‘দাগি’, ‘জংলি’, ‘জ্বীন-৩’সহ আরো বেশ কিছু সিনেমা।

তবে এই চার সিনেমা নিয়ে ইতিমধ্যেই চলছে জোর উত্তেজনা। দর্শকরাও বেশ নড়েচড়ে বসছেন।

ভক্তদের মধ্যেও অন্ত নেই উন্মাদনার। সব মিলিয়ে কী রেশ ফেলতে যাচ্ছে এবারের ঈদের সিনেমা, তা দেখার জন্যই মুখিয়ে রয়েছেন তারা।

সাধারণ দর্শকের পাশাপাশি শোবিজের শিল্পীরাও কম যান না। তারাও আসন্ন সিনেমাগুলোকে ঘিরে জানাচ্ছেন সাধুবাদ।

এবার সেই তালিকায় শুভকামনা নিয়ে হাজির হলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুব।

এক ফেসবুক পোস্টে আসন্ন সিনেমাগুলো নিয়ে কথা বলেন তিনি। সেখানে অভিনেতা লিখেন, ‘বরবাদ’, ‘দাগি’, ‘জংলি’; এই প্রত্যেকটা সিনেমাতে রয়েছে আমার আপন মানুষজন।
‘বরবাদ’ সিনেমার পরিচালক হলেন মেহেদী হাসান হৃদয়, যার সাথে আমি অসংখ্য কাজ করেছি।

তার বড় পর্দার পথচলাও সুন্দর হোক এই কামনা করি। এ ছাড়া এই সিনেমায় আছেন শাকিব খান, উনার সম্বন্ধে যা বলব কম হয়ে যাবে।

এরপর তিনি আরো লেখেন, ‘দাগি’ সিনেমায় রয়েছেন আমার সবচেয়ে প্রিয় অভিনেতা আফরান নিশো আর আমার অন্যতম প্রিয় পরিচালক শিহাব শাহীন। এরা আমার হৃদয়ের খুব কাছের দুজন মানুষ। বড় পর্দায় এবারও দুজন সফল হবেন এই কামনা করি।

আর ‘জংলি’তে আছেন আমার ভাই সিয়াম আহমেদ। তার জন্য আমার শুভকামনা শুধু যে এখন তা নয়, বরং সব সময়ই।

সিনেমাগুলোর সফলতা কামনা করে তৌসিফ বলেন, ‘আমি মন থেকে চাই আমার কাছের মানুষগুলো সফল হোক, এই ৩টি সিনেমাই সফল হোক। আমাদের দেশের ইন্ডাস্ট্রির জন্য এটাই হবে সবচেয়ে বড় প্রাপ্তি। শুধু এই তিনটিই নয়, এই ঈদে মুক্তি পাওয়া সব সিনেমার জন্য অন্তর থেকে শুভকামনা রইল। দেখার অপেক্ষায় রইলাম।’

প্রসঙ্গত, আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ইতিমধ্যে বেশ কিছু নাটকের শুটিং শেষ করেছেন তৌসিফ মাহবুব। এবারের ঈদে একাধিক নাটকে দেখা যাবে তাকে।

মন্তব্য

ক্রাচ নিয়ে খুঁড়িয়ে হাঁটছেন হৃতিক, কী হলো?

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
শেয়ার
ক্রাচ নিয়ে খুঁড়িয়ে হাঁটছেন হৃতিক, কী হলো?
সংগৃহীত ছবি

হঠাৎই ক্রাচে ভর করে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে দেখা গেছে হৃতিক রোশনকে। তাকে এভাবে দেখে উদ্বেগ প্রকাশ করেছেন অনুরাগীরা।

জানা গেছে, পরিচালক অয়ন মুখোপাধ্যায়ের বাবা দেব মুখার্জির শেষকৃত্যে শুক্রবার জুহুর পবনহংস শ্মশানে যোগ দিয়েছিলেন হৃতিক রোশন।

পরনে সাদামাটা পোশাক।

চোখে রোদচশমা। হাতে ক্রাচ নিয়ে ধীরে ধীরে খুড়িয়ে হাঁটছেন অভিনেতা। সেই ক্যামেরাবন্দি দৃশ্য পাপারাজ্জিদের সুবাদে বর্তমানে নেটপাড়ায় ভাইরাল। যা দেখে উৎকণ্ঠায় রয়েছেন অনুরাগীরা।
কীভাবে এমন পরিস্থিতির শিকার হৃতিক? 

বলিউড সংবাদমাধ্যম বলছে, ‘ওয়ার ২’ ছবিতে অ্যাকশন দৃশ্যের মহড়া করতে গিয়ে বিপত্তি বাধে। হাঁটুতে মারাত্মক চোট পেয়েছেন বলিউডের ‘গ্রীক গড’। চিকিৎসকরা আপাতত শুটিং থেকে বিরতি নিয়ে বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন হৃতিককে। হাঁটাচলা করাও বারণ তার।

হৃতিক রোশনের ম্যানেজার খবরটি নিশ্চিত করে জানিয়েছেন, “হাঁটুতে ভীষণ চোট পেয়েছেন অভিনেতা। শুটিং করতে গিয়ে নয়, বরং ‘ওয়ার ২’ ছবির অ্যাকশন দৃশ্যের মহড়া করতে গিয়ে এমনটা হয়েছে। চিকিৎসক আপাতত কিছু দিন বিশ্রামে থেকে তার পর শুটিংয়ে যোগ দেওয়ার পরামর্শ দিয়েছেন তাকে।” 

প্রসঙ্গত, অয়ন মুখার্জি আপাতত হৃতিককে নিয়ে ‘ওয়ার ২’ ছবির পরিচালনায় ব্যস্ত। তার মাঝেই বাবাকে হারিয়েছেন।

তাই শারীরিক পরিস্থিতি ঠিক না থাকলেও শুক্রবার পরিচালকের বাবার শেষকৃত্যে যোগ দিতে ছুটে গিয়েছিলেন হৃতিক রোশন।

প্রাসঙ্গিক
মন্তব্য

সর্বশেষ সংবাদ