<p>৯টি ব্যাংক ও দুটি আর্থিক প্রতিষ্ঠানে এক হাজার ৫৫৪ সিনিয়র অফিসার (সাধারণ) নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। এই সমন্বিত নিয়োগ কার্যক্রম হবে বাংলাদেশ ব্যাংকের ব্যাংকার্স সিলেকশন কমিটির তত্ত্বাবধানে। আবেদন করতে হবে অনলাইনে ৩০ জানুয়ারি ২০২৫ তারিখের মধ্যে।</p> <p> </p> <p><strong>কোন ব্যাংকে কত পদ:</strong> সোনালী ব্যাংকে ৪২২, অগ্রণী ব্যাংকে ৪০০, বাংলাদেশ কৃষি ব্যাংকে ২৪২, রাজশাহী কৃষি ব্যাংকে ১৯০, আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকে ১৮৯, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকে ২৬, কর্মসংস্থান ব্যাংকে ২৪, বেসিক ব্যাংকে ২০, প্রবাসী কল্যাণ ব্যাংকে পদ সংখ্যা ৭টি। এ ছাড়া ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশে ১৯ ও বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশনে ১৫টি পদ রয়েছে।<br />  <br /> <strong>আবেদনের যোগ্যতা: </strong>প্রার্থীদের যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অথবা চার বছর মেয়াদি স্নাতক/স্নাতক (সম্মান) ডিগ্রি থাকতে হবে। এসএসসি বা সমমান এবং তদূর্ধ্ব পর্যায়ের পরীক্ষায় ন্যূনতম দুটিতে প্রথম বিভাগ বা শ্রেণি থাকতে হবে।</p> <p>গ্রেডিং পদ্ধতির ফলাফলের ক্ষেত্রে সরকারি নীতিমালা প্রযোজ্য হবে। কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ বা শ্রেণি থাকলে আবেদন করা যাবে না। প্রার্থীর বয়সসীমা ১৮ নভেম্বর ২০২৪ তারিখে সর্বনিম্ন ২১ বছর এবং সর্বোচ্চ ৩২ বছর হতে হবে।</p> <p> </p> <p><strong>নিয়োগ বিজ্ঞপ্তি ও আবেদন:</strong> <a href="https://erecruitment.bb.org.bd/" target="_blank">erecruitment.bb.org.bd</a></p>