<p style="text-align:justify">ত্বক সুন্দর ও স্বাস্থ্যকর হলে চারপাশের লোকেরাও প্রশংসা করে। নিজের সৌন্দর্যের প্রশংসা কে না পেতে চায়। তাই সবাই নিজের মুখের সৌন্দর্যকে ফুটিয়ে তুলতে নানা ভাবে যত্ন নেন। কিন্তু অনেক সময় মুখে বা নাকের চারপাশে ব্ল্যাকহেডসের সমস্যা দেখা দেয়। যার কারণে অনেকের সৌন্দর্য ফিকে হয়ে যায়। এই সমস্যা থেকে বাঁচতে তারা বাজারের নামী-দামী পণ্য ব্যবহার করে থাকেন। কিন্তু এর ফলাফল নিয়ে সন্দেহ থেকেই যায়। </p> <p style="text-align:justify">নারী পুরুষ নির্বিশেষে সকলেই সুন্দর চেহারা চান। কিন্তু দৈনন্দিন জীবনের সাথে পাল্লা দিয়ে চলতে গিয়ে নানান সমস্যার মুখোমুখি হতে হয়। আচ্ছা বলুন তো, আমাদের কজনই খাদ্যাভাসের দিকে নজর দেন? খিদে পেলে জাঙ্কফুড, প্যাকেটজাত খাবার খেয়ে ফেলেন, এমন মানুষের অভাব নেই। আর এর থেকেই ঘটে অঘটন। আমাদের ত্বক যখন সুন্দর হয়, তখন আমরা নিজেদের প্রতি অন্যরকম আত্মবিশ্বাস অনুভব করি। তবে সমস্যায় ফেলে ব্ল্যাকহেডস। </p> <p style="text-align:justify">ব্ল্যাকহেডস সমস্যার সমাধান খুঁজে পাবেন আজকের এই প্রতিবেদনে। তবে অবশ্যই প্রাকৃতিক ও ঘরোয়া উপায়ে। যা শতভাগ কার্ষকরীও। চলুন তাহলে দেখে নেওয়া যাক কীভাবে খুব সহজে ব্ল্যাকহেডস থেকে নিজেকে মুক্ত রাখবেন।</p> <p style="text-align:justify">ব্ল্যাকহেডসের সমস্যা থেকে মুক্তি পেতে চাইলে মুলতানি মাটির সঙ্গে মধু ও লেবু মিশিয়ে ব্যবহার করতে পারেন। মুলতানি মাটি ও মধু একদিকে ত্বক পরিষ্কার করে, অন্যদিকে লেবু ত্বক থেকে ব্যাকটেরিয়া দূর করতে সাহায্য করে। এই তিনটি জিনিস একসাথে মিশিয়ে মুখে লাগাতে হবে এবং শুকনোর জন্য অপেক্ষা করতে হবে। কিছুটা শুকিয়ে গেলে এই পেস্টটি আপনার মুখে আলতো করে ঘষুন। এরপর পানি দিয়ে ধুয়ে নিন। মাত্র কয়েকবারের ব্যবহারেই ফল পাবেন।</p> <p style="text-align:justify">ব্ল্যাকহেডস থেকে মুক্তি পেতে চাইলে বেকিং সোডা ও লেবু ব্যবহার করতে পারেন। এরজন্য লাগবে এক চামচ বেকিং সোডা ও আধা চামচ লেবুর রস। এই দুটি জিনিস মিশিয়ে একটি পেস্ট তৈরি করুন এবং যেখানে ব্ল্যাকহেডস আছে সেখানে লাগান। কিছুক্ষণ পর ঠাণ্ডা পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন।</p> <p style="text-align:justify">এছাড়াও আরেকটি উপায় আছে যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভীষণ টেন্ডিং। এটি হলো টুথপেস্টের ব্যবহার। ব্ল্যাকহেডস থেকে মুক্তি পাওয়ার সবচেয়ে ভালো উপায় হলো টুথপেস্টের ব্যবহার। এর জন্য প্রথমে মুখে টুথপেস্ট লাগাতে হবে। এরপর কিছুক্ষণ অপেক্ষা করুন। এবার মুখে থাকা ব্ল্যাকহেডসগুলো আপনা-আপনি বেরিয়ে আসবে। আপনি একটি তুলোর সাহায্যে আপনার মুখ পরিষ্কার করতে পারেন। শুনতে অবাক করলেও এটি কার্ষকর একটি উপায়।</p> <p style="text-align:justify">সূত্র : বোল্ডস্কাই</p>