<p>গ্রামের সঙ্গে সঙ্গে শহরেও শীত নামতে শুরু করেছে। উষ্ণতার খোঁজে বাইরে বের হওয়ার সময় শীতের পোশাক তো রয়েছেই। সেই সঙ্গে ঘরেও অনেকে হিটার ব্যবহার করেন। বিশেষজ্ঞদের মতে, এই হিটার যেকোনো মুহূর্তে বড়সড় বিপদ ডেকে আনতে পারে। জেনে নিন হিটার ব্যবহারে শারীরিক ক্ষতি কী হতে পারে, আর ব্যবহারের ক্ষেত্রে কী কী সতর্কতা অবলম্বন করা প্রয়োজন।</p> <p>বিশেষজ্ঞরা বলছেন, হিটার ব্যবহারকারীরা একাধিক শারীরিক সমস্যায় ভোগেন। সেগুলো হলো- </p> <ul> <li>শুষ্ক ত্বক</li> <li>চোখ জ্বালা</li> <li>কনজাংটিভাইটিস</li> <li>চোখ চুলকানো</li> <li>চোখে লালভাব</li> <li>অ্যালার্জি</li> </ul> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="শীতে নিয়মিত গোসল না করলে কী হয়" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/08/1733640638-da093f545b45566968c9eeead77a1acc.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>শীতে নিয়মিত গোসল না করলে কী হয়</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/lifestyle/2024/12/08/1455165" target="_blank"> </a></div> </div> <p>শারীরিক সমস্যা থেকে রেহাই পেতে চাইলে হিটার ব্যবহারের ক্ষেত্রে কিছু সতর্কতা অবলম্বন করা প্রয়োজন। সেগুলো হলো-</p> <ul> <li>বিছানার কাছে হিটার রাখবেন না।</li> <li>হিটার যাতে তোশক, কম্বল, কাগজ থেকে দূরে রাখতে হবে।</li> <li>কার্পেট, কাঠ অথবা প্লাস্টিকের কোনো জিনিসের ওপর হিটার রাখবেন না।</li> <li>শক্ত, দাহ্য নয় এমন সামগ্রীর ওপর হিটার রাখুন।</li> <li>বাড়িতে পোষ্য কিংবা কচিকাঁচা থাকলে আরো সাবধান হোন। তারা যাতে কোনোভাবে হিটারের কাছাকাছি না যায়।</li> <li>হিটার একটানা ঘরে চললে কার্বন মনোক্সাইড উৎপাদন হতে পারে। আর তার থেকে প্রাণহানিও অসম্ভব কিছুই নয়। তাই ঘুমোতে যাওয়ার আগে কিংবা বাড়ি থেকে বের হওয়ার সময় হিটার বন্ধ করতে ভুলবেন না।</li> <li>হিটার ঘরে চলার সময় কারো মাথা যন্ত্রণা, অস্বস্তি, পেটে ব্যথা, বমি, ক্লান্তিবোধ হলে সাবধান হোন। তড়িঘড়ি হিটার বন্ধ করুন। ঘরের জানালা, দরজা খুলে দিন।</li> </ul> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="শীতে কলা খাওয়া কি ঠিক?" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/07/1733570532-39429c3ad37397ccddbe53a951b3dfd2.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>শীতে কলা খাওয়া কি ঠিক?</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/lifestyle/2024/12/07/1454873" target="_blank"> </a></div> </div> <p>নিজের কিংবা পরিবারের সদস্যদের বিপদে ফেলতে না চাইলে সাবধানে হিটার ব্যবহার করুন।</p> <p>সূত্র : এই সময়</p>