<p>দেশের অন্যতম শীর্ষ দৈনিক কালের কণ্ঠের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের উপ ব্যবস্থাপনা পরিচালক কাদের গনি চৌধুরী বলেছেন, আমরা সাদাকে সাদা বলি এবং কালোকে কালো। মনে রাখবেন, আমাদের দায়বদ্ধতা শুধু দেশ এবং দেশের জনগণের প্রতি। শুক্রবার (১০ জানুয়ারি) কালের কণ্ঠের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দুই দিনব্যাপী অনুষ্ঠানমালার দ্বিতীয় দিনে প্রতিনিধি সভায় জেলা ও মফস্বল কর্মীদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন। </p> <p>কাদের গনি চৌধুরী বলেন, এখানে যারা আসছেন তারা সবাই কালের কণ্ঠের এক একটা পিলার। আপনি যতই টাকা খরচ করে একটি ইমারত তৈরি করেন, পিলার ছাড়া যেমন টিকে থাকে না, তেমনি আপনাদের মতো জেলা প্রতিনিধি ছাড়া কোনো পত্রিকা বা মিডিয়া টিকে থাকা সম্ভব নয়। অতএব আপনারা হচ্ছেন এক একটি পিলার। আমাদের কালের কণ্ঠ আপনাদের ওপর ভর করেই টিকে আছে। এই পিলারগুলোকে আমরা একসাথে পেয়ে আমর খুবই আনন্দিত।</p> <p>তিনি বলেন, বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে আমরা যে সুনাম অর্জন করেছি তা আপনাদের মাধ্যমেই পাওয়া। আমরা এই সুনাম আরো বেশি শুনতে চাই। আমাদের কালের কণ্ঠের স্লোগান- আংশিক নয় পুরো সত্য। আমরা সেই সত্যটাই দেখতে চাই। তবে অনেক সময় বিভিন্ন চাপের কারণে সাদাকে সাদা কালোকে কালো বলা যায়নি। আমার দেখা সময়ের মধ্যে এখন কিন্তু গণমাধ্যমের জন্য সবচেয়ে সুন্দর পরিবেশ বিরাজ করছে। আমরা এই সুযোগকে কাজে লাগিয়ে সময়ের অতন্দ্র প্রহরী হতে চাই। </p> <p>তিনি আরো বলেন, আপনারা কোনো অসত্য খবর দিলে তার দায়ভার আমাদের কালের কণ্ঠ বা ইস্ট ওয়েস্ট মিডিয়া নেবে না। সেই দায়ভার পুরোটাই আপনাদের। আপনারা মিথ্যাচার, ব্যক্তিগত স্বার্থ হাসিলে অন্যায় কিছু করবেন- এর দায় কিন্তু কালের কণ্ঠ নেবে না। সবচেয়ে দুর্ভাগ্য এবং লজ্জার বিষয় হলো, দেশের সরকার পালানোর সাথে সাথে বহু সাংবাদিককে পালাতে হয়েছে। এই কলঙ্ক আমরা বহন করতে চাই না। দলদাসগিরি করবেন অন্য সুযোগ আছে। এই সাংবাদিকতার জায়গাকে কলঙ্কিত করবেন না। </p> <p>প্রতিনিধিদের সুখবর জানিয়ে তিনি বলেন, আপনাদের বিভিন্ন পরামর্শ ও দিক-নির্দেশনা কালের কণ্ঠকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য মাইলফলক হিসেবে কাজ করবে। এ ছাড়া কালের কণ্ঠের কোনো সাংবাদিক  দায়িত্ব পালন করতে গিয়ে হামলা-মামলার শিকার হলে তার পাশে থাকবে কর্তৃপক্ষ। </p>