<p>সাকিব আল হাসানকে নিয়ে জট কাটছেই না। ঘরের মাঠে টেস্টকে বিদায় জানাতে চাইলেও শেষ পর্যন্ত তা হয়নি। এখন বিদেশের মাঠে ওয়ানডে খেলতে পারবেন কিনা তা নিয়েও রয়েছে ধোঁয়াশা। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আনুষ্ঠানিকভাবে এখনো দল ঘোষণা না করলেও গুঞ্জন উঠছে এ সফরেও থাকছেন না সর্বকালের অন্যতম সেরা অলরাউন্ডার।</p> <p>দল ঘোষণা না হওয়া পর্যন্ত তাই সাকিবকে নিয়ে আলোচনা শেষ হচ্ছে না। সুযোগ পেলেই তাই বাংলাদেশি অলরাউন্ডারের খেলা নিয়ে জানতে চাওয়া হয়। বিপিএলের মাসকট ‘ডানা ৩৬’ ও লোগো উন্মোচনের অনুষ্ঠানেও তার ব্যতিক্রম কিছু ঘটেনি। ৩৭ বছর বয়সী বাঁহাতি ব্যাটারকে নিয়ে উত্তর দিতে হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি ফারুক আহমেদকে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="বিপিএল ফ্র্যাঞ্চাইজিগুলোর বকেয়া আদায়ে আইনি পথে বিসিবি" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/01/1733045076-44730fb77268884d66a0cb093bbec918.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>বিপিএল ফ্র্যাঞ্চাইজিগুলোর বকেয়া আদায়ে আইনি পথে বিসিবি</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/sport/2024/12/01/1452649" target="_blank"> </a></div> </div> <p>তবে সাকিবের বিষয়টা পরিস্কার করেননি ফারুক। বিসিবি সভাপতি জানিয়েছেন, তার সম্পর্কে খুব বেশি উত্তর দিতে পারছেন না তিনি। বাংলাদেশের সাবেক অধিনায়ক বলেছেন, ‘সাকিবের ব্যাপারে খুব একটা উত্তর দিতে পারি না। এ ব্যাপারে যদি বারবার প্রশ্ন করেন, তাতে আমি বিব্রত হবো না। আমি চাই সাকিব আল হাসান খেলুক। তার (সাকিব) ব্যাপারটা আসলে পুরোপুরি মানে যে কারণে সে দেশে আসতে পারছে না, এটার সঙ্গে ক্রিকেট বোর্ড কোনোভাবেই সম্পৃক্ত না। এটার উত্তর দেওয়া আমার জন্য কঠিন। এটা দেখতে হবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আদালত আছেন, তাদের এই ব্যাপারটা মীমাংসা করতে হবে।’</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="চীনের সঙ্গে ড্র করে বিশ্বকাপ স্বপ্ন উজ্জ্বল বাংলাদেশের যুবাদের" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/01/1733058498-be129b7666e8ac9626100cc27310ffaf.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>চীনের সঙ্গে ড্র করে বিশ্বকাপ স্বপ্ন উজ্জ্বল বাংলাদেশের যুবাদের</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/sport/2024/12/01/1452721" target="_blank"> </a></div> </div> <p>চ্যাম্পিয়নস ট্রফিতে সাকিবের খেলার বিষয়ে ফারুক বলেছেন, ‘আমাদের (চ্যাম্পিয়নস ট্রফি) তালিকায় সে (সাকিব) আছে। আমরা আশা করি সে যেভাবে চাচ্ছে, যদি এটার সমাধান হয় তাহলে এখনো বিশ্বাস করি জাতীয় দলে খেলার ক্ষমতা রাখে সাকিব।’</p> <p>সাকিব বর্তমানে মানসিকভাবে প্রস্তুত নয় বলেও মনে করছেন ফারুক। তিনি বলছেন, ‘সে যে দেশের বাইরে থেকে এভাবে টুর্নামেন্টগুলো খেলবে, মানে ফ্র্যাঞ্চাইজি লিগ খেলা আর দেশের হয়ে খেলা তো এক কথা নয়। প্রস্তুতির প্রয়োজন হয়, দলের সঙ্গে প্রস্তুতিও নিতে হয়। এটা যেহেতু করতে পারছে না, আমার মনে হয় দেশের হয়ে খেলতে সে খুব একটা মানসিক অবস্থায় নেই। সে ক্ষেত্রে আমরা এই জিনিসটা তার ওপর ছেড়ে দিয়েছি যে সে কী চিন্তা করছে।’</p>