<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ-আমেরিকান সাহিত্যিক সালমান রুশদির ওপর হামলাকারী ব্যক্তিকে জমি পুরস্কার দিচ্ছে ইরানের একটি প্রতিষ্ঠান। তেহরানের রাষ্ট্রীয় গণমাধ্যমেই গতকাল মঙ্গলবার এ তথ্য প্রচার করা হয়। </span></span></span></span></p> <p style="text-align:justify"><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সালমান রুশদির ওপর হামলায় জড়িত ব্যক্তিকে এক বর্গমিটার কৃষিজমি দেওয়া হচ্ছে। গত বছর আগস্টে যুক্তরাষ্ট্রের একটি অনুষ্ঠানের মঞ্চে কথা বলার সময় ছুরিকাঘাতের শিকার হন ৭৫ বছর বয়সী সালমান রুশদি। এ ঘটনায় ২৪ বছর বয়সী শিয়া মতাবলম্বী মুসলিম যুবক হাদি মাতারকে গ্রেপ্তার করে পুলিশ। এই যুবককেই পুরস্কৃত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সূত্র : রয়টার্স </span></span></span></span></p>