<p>ভারতের জম্মু-কাশ্মীরে সশস্ত্র গোষ্ঠীর হামলায় ভারতীয় দুই সেনা সদস্য এবং তাঁদের সঙ্গে থাকা দুই মালবাহক নিহত হয়েছেন। স্থানীয় সময় গত বৃহস্পতিবার রাতে কাশ্মীরের গুলমার্গে এই ঘটনা ঘটে। গতকাল শুক্রবার স্থানীয় কর্মকর্তারা এই কথা জানিয়েছেন। ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরে দুই সপ্তাহের মধ্যে এ নিয়ে চারবারের মতো হামলা হলো। গতকাল ভারতীয় সেনাবাহিনী গুলমার্গে সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে গুলি বিনিময়ের বিষয়টি নিশ্চিত করেছে। তবে এখনো কোনো গোষ্ঠী গত বৃহস্পতিবারের হামলার দায় স্বীকার করেনি। এর আগে গত রবিবার কাশ্মীরের সোনমার্গে সশস্ত্র গোষ্ঠীর হামলায় সাতজন বেসামরিক ব্যক্তি নিহত হন। তাঁদের মধ্যে ছিলেন ছয়জন <span dir="ltr" lang="BN" style="font-family:SolaimanLipi">শ্রমিক</span> <span dir="ltr" lang="BN" style="font-family:SolaimanLipi">এবং</span> <span dir="ltr" lang="BN" style="font-family:SolaimanLipi">একজন</span> চিকিৎসক। ওই হামলার দায় স্বীকার করেছিল দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট (টিআরএফ) নামের এক সশস্ত্র গোষ্ঠী। ওই হামলার পর গত বুধবার দিল্লিতে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে বৈঠক করেছিলেন জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ। <span dir="ltr" lang="BN" style="font-family:SolaimanLipi">সূত্র</span><span dir="RTL" lang="AR-YE" style="font-family:"Times New Roman",serif"> : </span><span dir="ltr" lang="BN" style="font-family:SolaimanLipi">আলজাজিরা</span>, আনন্দবাজার পত্রিকা</p> <p> </p> <p> </p> <p> </p>