ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে মুসলমানদের হৃদয় জয় করার আহ্বান জানিয়েছেন দিল্লি জামে মসজিদের শাহি ইমাম সৈয়দ আহমেদ বুখারী। মসজিদে ভূমি জরিপ করা নিয়ে ভারতে চলমান সাম্প্রদায়িক অস্থিরতা থামাতে দেশটির ‘মুসলমান প্রতিনিধিদের’ সঙ্গে মোদিকে সংলাপে বসারও আহ্বান জানান তিনি।
এ ছাড়া মুসলিম তরুণদের শান্ত থাকার আহ্বান জানিয়ে তিনি মোদির উদ্দেশে বলেন, ‘আপনি (নরেন্দ্র মোদি) যে চেয়ারে বসে আছেন, দয়া করে তার প্রতি ন্যায়বিচার করুন; মুসলমানদের হৃদয় জয় করুন। আপনি সেসব দুর্বৃত্তকে থামান, যারা অস্থিরতা তৈরি করছে এবং দেশের পরিস্থিতি নষ্ট করছে।