<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">হাইতিতে রাজধানীর একটি দরিদ্র এলাকায় ১১০ প্রবীণ ব্যক্তিকে কালো জাদু চর্চা করার অভিযোগে হত্যা করেছেন স্থানীয় এক অপরাধীচক্রের নেতা। মানবাধিকার  সংস্থা ন্যাশনাল হিউম্যান রাইটস ডিফেন্স নেটওয়ার্ক (আরএনডিডিএইচ) গত রবিবার এ কথা জানায়। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আরএনডিডিএইচ বলেছে, ওই গ্যাং লিডার মোনেল মিকানো ফেলিক্স এই পোর্ট-অ-প্রিন্সের সিটি সোলেইল এলাকায় গণহত্যার নির্দেশ দিয়েছেন। ফেলিক্সের ছেলে অসুস্থ হয়ে মারা গেছে। কিন্তু ফেলিক্সের সন্দেহ, ওই এলাকার প্রবীণ বাসিন্দারা তার ছেলেকে কালো জাদু করেছে। এ কারণেই ছেলেটির মৃত্যু হয়েছে। কুসংস্কারে আচ্ছন্ন ফেলিক্স তাই প্রতিশোধ নিতে এলাকাটির বয়স্ক নাগরিকদের হত্যা করতে তার অনুসারীদের নির্দেশ দেন। ফেলিক্সের দলবল গত শুক্রবার ৬০ জন এবং গত শনিবার ৫০ জনকে পুড়িয়ে ও ছুরি দিয়ে হত্যা করে বলে জানায় আরএনডিডিএইচ। নিহত ব্যক্তিদের সবার বয়স ৬০ বছরের বেশি। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার  ভলকার তুর্ক গতকাল সোমবার জেনেভায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেছেন, হাইতিতে গত সপ্তাহান্তে সহিংসতায় ১৮৪ জন নিহত হয়েছে। ঘনবসতিপূর্ণ  সিটি সোলেইল হাইতির অন্যতম দরিদ্র ও সবচেয়ে সংঘাততম এলাকা। সেখানে অপরাধীচক্রগুলোর আধিপত্য, মোবাইল ফোন ব্যবহারে বিধি-নিষেধসহ নানা কারণে সেখানকার অনেক হত্যাকাণ্ডের খবর চাপা পড়ে যায়।  সূত্র : আলজাজিরা</span></span></span></span></span></p>