<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">মায়ানমার থেকে মাছ ধরার ট্রলারে ভেসে আসা ১০২ জন রোহিঙ্গা শরণার্থীকে উদ্ধার করেছে শ্রীলঙ্কার নৌবাহিনী। গতকাল শুক্রবার শ্রীলঙ্কার নৌবাহিনী জানায়, এই রোহিঙ্গাদের  নিরাপদে ত্রিনকোমালি বন্দরে নিয়ে যাওয়া হয়েছে। শ্রীলঙ্কার নৌবাহিনীর এক মুখপাত্র বলেছেন, এই ১০২ জনের রোহিঙ্গা দলে ৩০ নারী ও ২৫ শিশু রয়েছে। শরণার্থী দলের সবাইকে খাবার ও পানি সরবরাহ করা হয়েছে। তাদের স্বাস্থ্য পরীক্ষাও করা হয়েছে। গত বৃহস্পতিবার শ্রীলঙ্কার  উত্তরাঞ্চলীয় উপকূলে এই রোহিঙ্গাদের বহনকারী ট্রলারটিকে জেলেরা দেখতে পান। নৌবাহিনীর মুখপাত্র বলেন, রোহিঙ্গাদের ভাষা বুঝতে না পারায় তাদের গন্তব্য স্থল মূলত কোথায় ছিল তা  এখনো জানতে পারিনি। মনে হচ্ছে, সাম্প্রতিক ঘূর্ণিঝড়ের ঝোড়ো হাওয়া তাদের ট্রলারটিকে শ্রীলঙ্কার দিকে ঠেলে  এনেছে। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সূত্র : এএফপি, আলজাজিরা</span></span></span></span></span></p> <p style="text-align:left"> </p>