<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">মায়ানমারের বিদ্রোহী বাহিনী আরাকান আর্মি (এএ) জানিয়েছে, তারা দেশের পশ্চিমাঞ্চলের একটি গুরুত্বপূর্ণ সামরিক সদর দপ্তর দখল করেছে। গত শুক্রবার দিবাগত রাতে এক বিবৃতিতে এএ জানিয়েছে, দুই সপ্তাহের তীব্র লড়াইয়ের পর রাখাইন রাজ্যে অবস্থিত পশ্চিমাঞ্চলীয় সামরিক কমান্ডের পতন ঘটে।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আরাকান আর্মি একজন ব্যক্তির ছবি পোস্ট করে বলেছে, সামরিক বাহিনীর ডেপুটি আঞ্চলিক কমান্ডার তিনি। আরাকান আর্মির সদস্যরা ওই ব্যক্তিকে হেফাজতে নিয়েছেন।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এটি জান্তার দ্বিতীয় আঞ্চলিক কমান্ডের পতনের ইঙ্গিত দেয়। দেশটিতে সশস্ত্র প্রতিরোধ আন্দোলনের মুখে জান্তা সরকার ক্রমাগত বিপর্যয়ের সম্মুখীন হচ্ছে।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এ বিষয়ে জানতে গতকাল শনিবার মায়ানমারের সামরিক সরকারের কোনো মুখপাত্রের সঙ্গে যোগাযোগ করতে পারেনি এএফপি। এর আগে আগস্টে উত্তর-পূর্বাঞ্চলীয় শহর লাশিওর নিয়ন্ত্রণ নেয় বিদ্রোহীরা, যা মায়ানমারের ইতিহাসে প্রথম আঞ্চলিক সামরিক কমান্ড দখলের নজির স্থাপন করে। আরাকান আর্মি এবং জান্তার মধ্যে যুদ্ধবিরতি ভেস্তে গেলে ২০২৩ সালের নভেম্বরে রাখাইনে পুনরায় যুদ্ধ শুরু হয়। এতে বিদ্রোহী বাহিনী ধারাবাহিক বিজয় অর্জন করে আসছে।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">রোহিঙ্গা মানবাধিকারকর্মীরা অভিযোগ করেছেন, আরাকান আর্মি তাঁদের আক্রমণের সময় উত্তর রাখাইনে রোহিঙ্গা সম্প্রদায়কে লক্ষ্যবস্তু করেছে, যার ফলে কয়েক হাজার মানুষ নিরাপত্তার জন্য পার্শ্ববর্তী বাংলাদেশে পালিয়ে যেতে বাধ্য হয়। তবে আরাকান আর্মি এই অভিযোগ অস্বীকার করেছে।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">২০২১ সালের শুরুর দিকে মায়ানমারের নির্বাচিত সরকারকে উত্খাত করে ক্ষমতা দখল করে সেনাবাহিনী। তখন থেকেই মায়ানমারে অস্থিরতা চলছে। ওই অভ্যুত্থানকে কেন্দ্র করে দেশটিতে ব্যাপক বিক্ষোভ শুরু হয়, যা পরবর্তী সময়ে সশস্ত্র বিদ্রোহে রূপ নেয়। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গত মাসে জাতিসংঘ সতর্ক করে দিয়েছিল, রাখাইন রাজ্য দুর্ভিক্ষের দিকে যাচ্ছে। কারণ চলমান সংঘর্ষ বাণিজ্য ও কৃষি উৎপাদনকে চরমভাবে ব্যাহত করছে।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">জাতিসংঘের উন্নয়ন কর্মসূচির প্রতিবেদনে বলা হয়েছে, রাখাইনের অর্থনীতি স্থবির হয়ে গেছে। যদি খাদ্য নিরাপত্তাহীনতার বর্তমান সমস্যার সমাধান না করা হয়, তাহলে ২০২৫ সালের মাঝামাঝি দুর্ভিক্ষ পরিস্থিতি ভয়াবহ আকারে প্রকাশ পেতে পারে। সূত্র : এএফপি</span></span></span></span></p>