<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ফিলিস্তিনের গাজা উপত্যকায় গতকাল মঙ্গলবার দুটি হাসপাতালে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। উত্তর গাজার অবরুদ্ধ জাবালিয়া শরণার্থীশিবিরের আল আওয়াদা হাসপাতালের তৃতীয় তলায় কামানের গোলা ছুড়েছে ইসরায়েলি বাহিনী। অন্যদিকে উত্তর বেইত লাহিয়া এলাকায় কামাল আদওয়ান হাসপাতালে দূরনিয়ন্ত্রিত যন্ত্রের সাহায্যে বিস্ফোরণ ঘটিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে হাসপাতালের ২০ রোগী ও কর্মী আহত হয়েছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় আরো বলেছে, বেইত লাহিয়ায় ইন্দোনেশিয়ার একটি হাসপাতালে আহত ও অসুস্থ রোগীদের বের করে দিতে জোরজবরস্তি করছে ইসরায়েলি সেনারা।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">উত্তর গাজায় তিনটি প্রধান হাসপাতালকে ইসরায়েলি বাহিনী লক্ষ্যবস্তু করায় চিকিৎসক ও গাজা কর্তৃপক্ষ এই অবস্থা ঠেকাতে অবিলম্বে হস্তক্ষেপ করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি অনুরোধ করেছে। এদিকে দেইর আল বালাহতে ক্ষুধার্ত ফিলিস্তিনিদের জন্য ত্রাণ নিয়ে যাওয়া গাড়িবহরে ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে ত্রাণবাহী গাড়িগুলোর চার ফিলিস্তিনি নিরাপত্তা প্রহরী নিহত হয়েছেন। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গত এক দিনে ইসরায়েলি হামলায় ২১ জন নিহত এবং ৫১ জন আহত হয়েছে। গতকাল স্থানীয় সময় দুপুর পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় হতাহতের এই হালনাগাদ তথ্য জানায় গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। সূত্র : আলজাজিরা</span></span></span></span></span></p> <p style="text-align:left"> </p>