<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আগে শুধু বড় হাসপাতালে ওষুধ কম্পানির প্রতিনিধিদের ভিড় হলেও এখন তাঁদের দেখা যাচ্ছে ইউনিয়ন পর্যায়ের হাসপাতালগুলোতেও। গত সোমবার এই দৃশ্য দেখা গেছে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার আঠারবাড়ি ইউনিয়ন হাসপাতালে। বিভিন্ন ওষুধ কম্পানির প্রতিনিধিদের ভিড়ে রোগীরা বেকায়দায় পড়েছে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সরেজমিনে গিয়ে দেখা গেছে, একজন মেডিক্যাল অফিসার ভেতরে বসে রোগী দেখছেন। বাইরে রোগীর ঠাসা লাইন। হাসপাতাল চত্বরে বিভিন্ন ওষুধ কম্পানির প্রতিনিধির কমপক্ষে ২০টি মোটরবাইক। চিকিৎসক দেখিয়ে হাতে ব্যবস্থাপত্র নিয়ে রোগী বের হলেই তাকে রীতিমতো ঘিরে ধরছেন ওষুধ কম্পানির প্রতিনিধিরা। রোগীর প্রেসক্রিপশন বের করার সঙ্গে সঙ্গে সবাই মিলে ছবি তোলার হিড়িক পড়ে। প্রায়ই হাত থেকে প্রেসক্রিপশন কেড়ে নিয়ে জোর-জবরদস্তি করেই কাজটি করছেন মেডিক্যাল রিপ্রেজেন্টেটিভরা। অথচ নারীসহ অনেক রোগীই তার চিকিৎসাবিষয়ক ব্যক্তিগত তথ্য গোপন রাখতে চান। কিন্তু ওষুধ কম্পানির প্রতিনিধিরা এসব নিজস্ব চ্যাটিং গ্রুপসহ বিভিন্ন জায়গায় আপলোড করেন, যা ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন করে। এ ছাড়া অভিযোগ রয়েছে, কিছু ওষুধ কম্পানি তাদের ওষুধ প্রেসক্রিপশনে লিখলে চিকিৎসকদের কমিশন দেয়, যা প্রেসক্রিপশনের ছবি তুলে নিশ্চিত করেন প্রতিনিধিরা।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আমিন হোসেন (৫৫) নামের একজন রোগী জানান, তিনি প্রেসক্রিপশনটা নিয়ে বের হলেই এখানে ওষুধ কম্পানির লোকেরা তাঁর কম্পানির ওষুধ আছে কি না দেখেন। পরে ওই ওষুধ কোথায় পাওয়া যায় তা বলে দেন। অথচ ওই ওষুধ হাসপাতালেই রয়েছে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাদিয়া তাসনিম মুনমুন বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ওষুধ কম্পানির প্রতিনিধিরা অফিস সময়ে কোনোভাবেই হাসপাতালের অভ্যন্তরে প্রবেশ করতে পারবেন না।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></span></p> <p style="text-align:left"> </p>