<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">রাশিয়া গতকাল বুধবার ইউক্রেনে কয়েক ডজন ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেনের জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে। কিয়েভ গতকাল এই তথ্য জানিয়েছে। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ইউক্রেনের বিমানবাহিনী বলেছে, রাশিয়া রাতের অন্ধকারে অন্তত ৪৩টি ক্রুজ এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ৭৪টি ড্রোন হামলা করেছে। মূলত পশ্চিম ইউক্রেনের জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে হামলা হয়েছে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এর আগে মঙ্গলবার কিয়েভ জানিয়েছিল, ফ্রন্ট লাইন থেকে শত শত কিলোমিটার দূরে রুশ সেনাবাহিনীর কারখানা এবং জ্বালানি কেন্দ্রগুলোতে এযাবৎকালের মধ্যে সবচেয়ে বড় বিমান হামলা চালিয়েছে।</span></span></span></span></span></p> <p><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি বলেছেন, আরেকটি বড় ধরনের হামলা হলো। এখন শীতের মাঝামাঝি অবস্থা। রাশিয়া আগের মতো এবারও আমাদের জ্বালানি অবকাঠামোতে হামলা করল। সূত্র : এএফপি</span></span></p>