ভারতের তেলেঙ্গানার শ্রীশৈলম সুড়ঙ্গে গত শনিবার থেকে আটকে পড়া আট শ্রমিককে উদ্ধার করতে প্রচেষ্টা চলছে। সময় যত গড়াচ্ছে উৎকণ্ঠা আর উদ্বেগ তত বাড়ছে। আটকে থাকা শ্রমিকদের বের করে আনতে ‘র্যাট হোল মাইনার’দের ডেকেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। গত সোমবারই একটি দল ঘটনাস্থলে পৌঁছায়।
সংক্ষিপ্ত
আটকে পড়া শ্রমিকদের নিয়ে বাড়ছে উদ্বেগ
কালের কণ্ঠ ডেস্ক

সম্পর্কিত খবর

বিক্ষোভ


ভারত-পাকিস্তান সীমান্তে গোলাগুলি
কালের কণ্ঠ ডেস্ক

জম্মু ও কাশ্মীরের পুঞ্চ সীমান্তে ভারত ও পাকিস্তানি সেনাদের মধ্যে গোলাগুলি হয়েছে। ভারতীয় সেনাবাহিনীর দাবি, গত মঙ্গলবার নিয়ন্ত্রণরেখা বা লাইন অব কন্ট্রোল (এলওসি) লঙ্ঘন করে পাকিস্তান সেনাবাহিনী হামলা চালালে তারা পাল্টা জবাব দেয়। একটি সূত্র জানিয়েছে, গত মঙ্গলবার এলওসি সংলগ্ন কৃষ্ণা ঘাঁটি সেক্টরে পাকিস্তানি সেনাবাহিনীর টহলের সময় একটি মাইন বিস্ফোরিত হয়। এরপর পাকিস্তান সেনাবাহিনী বিনা উসকানিতে গুলি চালায় এবং যুদ্ধবিরতি লঙ্ঘন করে।
সূত্র : এনডিটিভি, ইন্ডিয়া টুডে

ফ্রান্সে ডানপন্থীদের বিক্ষোভের ডাক
কালের কণ্ঠ ডেস্ক

ফ্রান্সের কট্টর ডানপন্থী দল ন্যাশনাল র্যালির (আরএন) নেতা জর্ডান বারদেলা প্যারিসে বিক্ষোভের ডাক দিয়েছেন। আদালতের আদেশে দলটির প্রধান মারিন লো পেনকে নিষিদ্ধ করার প্রতিবাদে আগামী রবিবার থেকে এই বিক্ষোভের ডাক দেওয়া হয়েছে। ইউরোপীয় ইউনিয়নের অর্থ আত্মসাতের অভিযোগে লো পেনকে পাঁচ বছরের জন্য যেকোনো সরকারি পদে প্রতিদ্বন্দ্বিতা থেকে নিষিদ্ধ করেছেন ফ্রান্সের একটি আদালত। এ ছাড়া তাঁকে চার বছরের কারাদণ্ড এবং এক লাখ ইউরো জরিমানা করা হয়েছে।

সংক্ষিপ্ত
ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নে আগ্রহী চীন
কালের কণ্ঠ ডেস্ক

চীনের প্রেসিডেন্ট শি চিনপিং ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে বলেছেন, চীন ও ভারতের আরো ঘনিষ্ঠভাবে একসঙ্গে কাজ করা উচিত। দুই দেশের সম্পর্ক ‘ড্রাগন-হাতির ট্যাঙ্গো’ নৃত্যের রূপ নেওয়া উচিত। চীন ও ভারতের কূটনৈতিক সম্পর্ক শুরুর ৭৫তম বার্ষিকীতে গত মঙ্গলবার দুই দেশের প্রেসিডেন্টের পক্ষ থেকে পারস্পরিক অভিনন্দন বার্তা বিনিময় করা হয়। ২০২০ সালে হিমালয়ে দুই দেশের সীমান্তে সেনাদের সংঘর্ষের পর উত্তেজনা কমে এসেছে।