ধনকুবের ইলন মাস্ক গতকাল শনিবার ঘোষণা করেছেন, এক্স ও এক্সএআই একীভূত করেছেন। এই চুক্তিতে সোশ্যাল মিডিয়া নেটওয়ার্কটির মূল্য নির্ধারণ করা হয়েছে ৩৩ বিলিয়ন ডলার। যেখানে ইলন মাস্ক ২০২২ সালে টুইটার কিনেছিলেন ৪৪ বিলিয়ন ডলারে।
ইলন মাস্ক এক্স-এ দেওয়া পোস্টে জানিয়েছেন, এক্সএআই ‘সম্পূর্ণ স্টক স্থানান্তরের মাধ্যমে এক্স অধিগ্রহণ করেছে।
এই একীভূতকরণের ফলে এক্সএআইয়ের মূল্য নির্ধারণ করা হয়েছে ৮০ বিলিয়ন ডলার এবং এক্স-এর মূল্য ৩৩ বিলিয়ন ডলার।
এর আগে সহযোগী প্রতিষ্ঠান ছিল এক্স এবং এক্সএআই। এক্সএআইয়ের গ্রোক কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চ্যাটবটটিকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে এক্স-এর লাখ লাখ পোস্টের মাধ্যমে। এক্স ব্যবহারকারীদের জন্য গ্রোক উন্মুক্ত করা হয়েছে।
বিনামূল্যে ব্যবহারের পাশাপাশি প্রিমিয়াম সংস্করণও চালু করেছেন ইলন মাস্ক।
তিনি লিখেছেন, ‘এক্সএআই এবং এক্স-এর ভবিষ্যৎ পরস্পর সংযুক্ত। আমরা ডাটা, মডেল, কম্পিউটিং, বিতরণ ও প্রতিভাকে একত্রিত করার জন্য আনুষ্ঠানিকভাবে পদক্ষেপ নিচ্ছি। এক্সএআইয়ের উন্নত এআই সক্ষমতা এবং দক্ষতার সঙ্গে এক্স-এর বিশাল বিস্তৃতি একত্রিত করে এই একীভূতকরণ বিশাল সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।
’
এক্স-এর বিরুদ্ধে আদালতে হলফনামা ভারতে : এক্স-এর বিরুদ্ধে আদালতে হলফনামা জমা দিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার। কর্ণাটক হাইকোর্টে হলফনামা দিয়ে কেন্দ্র জানিয়েছে, অনলাইনে বিষয়বস্তুর ওপর একতরফা সেন্সরশিপ নিয়ে যে উদ্বেগ ওই সমাজমাধ্যম সংস্থা জানিয়েছে, তার কোনো ভিত্তি নেই। আদালতে কেন্দ্রীয় সরকার জানিয়েছে, সরকারের ‘সহযোগী পোর্টাল’কে একটি ‘সেন্সরশিপ পোর্টাল’ হিসেবে ব্যাখ্যা করেছে এক্স। এই ধরনের শব্দবন্ধ ব্যবহার দুর্ভাগ্যজনক ও নিন্দনীয়।
সম্প্রতি ভারতের কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে কর্ণাটক হাইকোর্টে একটি মামলা করে ইলন মাস্কের মালিকানাধীন সংস্থা।
সে দেশের তথ্য-প্রযুক্তি আইনের একটি নির্দিষ্ট ধারাকে কেন্দ্রীয় সরকার যেভাবে ব্যাখ্যা করছে, তা নিয়ে আপত্তি রয়েছে ‘এক্স’-এর। এর মাধ্যমে অনলাইনে স্বাধীনভাবে মতপ্রকাশের অধিকারকে খর্ব করা হচ্ছে বলেও অভিযোগ মাস্কের সংস্থার। ওই মামলার ভিত্তিতে হাইকোর্টে একটি হলফনামা জমা দিয়েছে কেন্দ্র।
‘এক্স’-এর অভিযোগ মূলত কেন্দ্রের ‘সহযোগ পোর্টাল’ নিয়ে। এই পোর্টালটি তৈরির উদ্দেশ্য বিভিন্ন সরকারি সংস্থা এবং সামাজিক মাধ্যমের মধ্যে যোগাযোগ আরো নিবিড় করা এবং একটি সুরক্ষিত অনলাইন পরিবেশ তৈরি করা। ‘এক্স’-এর অভিযোগ, তথ্য-প্রযুক্তি আইনের ৬৯(এ) ধারা না মেনেই এই পোর্টালের মাধ্যমে অনলাইনের বিষয়বস্তু ‘ব্লক’ করার নির্দেশ দেওয়া হচ্ছে। সূত্র : এএফপি, আনন্দবাজার