<p>দ্বিতীয় অধ্যায়<br /> অর্থনীতির  গুরুত্বপূর্ণ ধারণাসমূহ</p> <p>জ্ঞানমূলক প্রশ্ন<br /> ১। সম্পদ কী?<br /> উত্তর : অর্থনীতিতে সম্পদ হলো সেই সব জিনিস বা দ্রব্য, যেগুলো পেতে চাইলে অর্থ ব্যয় করতে হয়।<br /> ২। মানবিক সম্পদ কাকে বলে?<br /> উত্তর : মানুষের বিভিন্ন ধরনের যোগ্যতা ও দক্ষতাকে মানবিক সম্পদ বলা হয়।<br /> ৩। বাংলাদেশের জাতীয় আয়ের শতকরা কত ভাগ কৃষি থেকে আসে?<br /> উত্তর : বাংলাদেশের জাতীয় আয়ের শতকরা ১৩.৩৫ ভাগ কৃষি থেকে আসে।<br /> ৪। বাংলাদেশের প্রধান খনিজ সম্পদ কী?<br /> উত্তর : বাংলাদেশের প্রধান খনিজ সম্পদ হচ্ছে প্রাকৃতিক গ্যাস।<br /> ৫। রাসায়নিক দ্রব্য তৈরিতে কোনটি ব্যবহার করা হয়?<br /> উত্তর : রাসায়নিক দ্রব্য তৈরিতে সিলিকা বালু ব্যবহার করা হয়।<br /> ৬। স্যানিটারি দ্রব্য তৈরিতে কোনটি ব্যবহার করা হয়?<br /> উত্তর : স্যানিটারি দ্রব্য তৈরিতে চীনামাটি ব্যবহার করা হয়।                    <br /> ৭। উৎপাদিত সম্পদ কাকে বলে?<br /> উত্তর : প্রাকৃতিক ও মানবিক সম্পদ কাজে লাগিয়ে যে সম্পদ সৃষ্টি হয় তাকে উৎপাদিত সম্পদ বলে।<br /> ৮। রাসায়নিক সার তৈরিতে কাঁচামাল হিসেবে কোনটি ব্যবহার করা হয়?<br /> উত্তর : রাসায়নিক সার তৈরিতে কাঁচামাল হিসেবে ব্যবহার করা হয় প্রাকৃতিক গ্যাস, বিশেষ করে মিথেন গ্যাস।<br /> ৯। এ পর্যন্ত বাংলাদেশে মোট কয়টি গ্যাসক্ষেত্র আবিষ্কৃত হয়েছে?<br /> উত্তর : এ পর্যন্ত বাংলাদেশে মোট ২৮টি গ্যাসক্ষেত্র আবিষ্কৃত হয়েছে।<br /> ১০। বর্তমানে বাংলাদেশে মোট কত ট্রিলিয়ন ঘনফুট গ্যাস মজুদ আছে?<br /> উত্তর : বর্তমানে বাংলাদেশে মোট ৩৯.৮০ ট্রিলিয়ন ঘনফুট গ্যাস মজুদ আছে ।<br /> ১১। বেলাব গ্যাসক্ষেত্রটি কোথায় অবস্থিত?<br /> উত্তর : বেলাব গ্যাসক্ষেত্রটি নরসিংদীতে অবস্থিত।<br /> ১২। বাংলাদেশের ভূখণ্ডে  কত ভাগ বনভূমি রয়েছে?<br /> উত্তর : বাংলাদেশের ভূখণ্ডে  শতকরা ১৭.৬২ ভাগ বনভূমি রয়েছে।<br /> ১৩। সম্প্রতি কোথায় কয়লা উত্তোলন করা হচ্ছে?<br /> উত্তর : সম্প্রতি দিনাজপুরের বড়পুকুরিয়ায় কয়লা উত্তোলন করা হচ্ছে।<br /> ১৪। প্রাকৃতিক ম্যানগ্রোভ বনভূমির পরিমাণ কত হেক্টর?<br /> উত্তর : প্রাকৃতিক ম্যানগ্রোভ বনভূমির পরিমাণ ৬১০ হাজার হেক্টর।<br /> ১৫। দ্রব্য কী?<br /> উত্তর : মানুষের অভাব মেটানোর ক্ষমতাসম্পন্ন বস্তুগত সব জিনিসকে দ্রব্য বলে।<br /> ১৬। মধ্যবর্তী দ্রব্য কী?<br /> উত্তর : যেসব উৎপাদিত দ্রব্য সরাসরি ভোগের জন্য ব্যবহার না করে উৎপাদনে উপকরণ হিসেবে ব্যবহার করা হয় তাকে মধ্যবর্তী দ্রব্য বলে।<br /> ১৭। চূড়ান্ত দ্রব্য কী?<br /> উত্তর : যেসব দ্রব্য উৎপাদনের পর সরাসরি ভোগের জন্য ব্যবহৃত হয় তাকে চূড়ান্ত দ্রব্য বলে।<br /> ১৮। মূলধনী দ্রব্য কী?<br /> উত্তর : যেসব উৎপাদিত দ্রব্য অন্য দ্রব্য উৎপাদনে সাহায্য করে তাকে মূলধনী দ্রব্য বলে।<br /> ১৯। আয় কী?<br /> উত্তর : উৎপাদনের কোনো উপকরণ ব্যবহারের জন্য উপকরণটি বা এটির মালিক একটি নির্দিষ্ট সময়ে যে অর্থ পায় তাকে আয় বলে।<br /> ২০। স্থায়ী ভোগ্যদ্রব্য কাকে বলে?<br /> উত্তর : যেসব ভোগ্যদ্রব্য দীর্ঘকাল ধরে ভোগ করা যায় তাকে স্থায়ী ভোগ্যদ্রব্য বলে।<br /> ২১। বাংলাদেশের একমাত্র জলবিদ্যুৎ কেন্দ্রটি কোথায় অবস্থিত?<br /> উত্তর : পার্বত্য চট্টগ্রামের কাপ্তাই নামক স্থানে কর্ণফুলী নদীর তীরে বাংলাদেশের একমাত্র জলবিদ্যুৎ কেন্দ্রটি অবস্থিত।<br /> ২২। বাংলাদেশের কোথায় পেট্রোলিয়ামের সন্ধান পাওয়া গেছে?<br /> উত্তর : বাংলাদেশের সিলেটের হরিপুরে পেট্রোলিয়ামের সন্ধান পাওয়া গেছে।<br /> ২৩। তাপবিদ্যুৎ কাকে বলে?<br /> উত্তর : গ্যাস, তেল, কয়লার সাহায্যে যে বিদ্যুৎ উৎপন্ন হয় তাকে তাপবিদ্যুৎ বলে।<br /> ২৪। পানিবিদ্যুৎ কাকে বলে?<br /> উত্তর : পানি থেকে উৎপাদিত বিদ্যুৎকে পানিবিদ্যুৎ বলে।<br /> ২৫। অর্থনীতিতে দ্রব্য কী?<br /> উত্তর : যে জিনিসের উপযোগ আছে অর্থনীতিতে তা-ই দ্রব্য।<br /> ২৬। অবাধলভ্য দ্রব্য কী?<br /> উত্তর : যেসব দ্রব্য বিনা পরিশ্রমে এবং বিনা মূল্যে পাওয়া যায় তাকে অবাধলভ্য দ্রব্য বলে।<br /> ২৭। বাতাস ও নদীর পানি কোন ধরনের দ্রব্য?<br /> উত্তর : বাতাস ও নদীর পানি অবাধলভ্য ধরনের দ্রব্য।<br /> ২৮। সুযোগ ব্যয় কী?<br /> উত্তর : একটি দ্রব্য বা জিনিস পাওয়ার জন্য অন্য দ্রব্য বা জিনিস ত্যাগের নামই হলো সুযোগ ব্যয়।<br /> ২৯। অর্থনৈতিক কার্যাবলি কাকে বলে?<br /> উত্তর : মানুষ জীবিকা সংগ্রহের জন্য যে কার্যাবলি করে থাকে তাকে অর্থনৈতিক কার্যাবলি বলে।<br /> ৩০। বিনিয়োগ কী?<br /> উত্তর : সঞ্চিত অর্থ যখন উৎপাদন বাড়ানোর কাজে ব্যবহৃত হয় তখন তাকে বিনিয়োগ বলে।</p>