<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">বাংলাদেশ-ভারত সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়াকে কেন্দ্র করে কদিন ধরে চলছে উত্তেজনা। ভারত নো ম্যানস ল্যান্ডে কাঁটাতারের বেড়া দিতে চাইলে বাধা দেয় বিজিবি। এতে পিছু হটতে বাধ্য হয় তারা। বিষয়টি নিয়ে গতকাল রবিবার সাংবাদিকদের ব্রিফ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি জানালেন, বিজিবির শক্ত অবস্থানের কারণে ভারত সীমান্তে বেড়া নির্মাণ বন্ধ করতে বাধ্য হয়েছে। </span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">অন্যদিকে সীমান্তে কাঁটাতারের বেড়া তৈরির ঘটনায় ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করে পররাষ্ট্র মন্ত্রণালয়। গতকাল রবিবার বিকেল সাড়ে ৩টার দিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে হাজির হন ভারতীয় রাষ্ট্রদূত। পরে সেখান থেকে বের হয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন তিনি। এ ছাড়া পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিন সীমান্তে বাংলাদেশি হত্যায় উদ্বেগ প্রকাশ করেন।</span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ সীমান্তের নো ম্যানস ল্যান্ডে বিএসএফের কাঁটাতারের বেড়া নির্মাণে বাধা দেয় বিজিবি। বিজিবির সঙ্গে স্থানীয় বাসিন্দারাও উপস্থিত হয়ে প্রতিবাদ করে। অন্যদিকে ভারতীয় নাগরিকরাও বিএসএফের পক্ষ নিয়ে সীমান্তে উপস্থিত হয়। তীব্র উত্তেজনা দেখা দেয়। এ ছাড়া ভারতের মালদার শুকদেবপুর সীমান্তে (চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত) বিএসএফ দেড় কিলোমিটার কাঁটাতারের বেড়া নির্মাণ করেছে। পাশাপাশি বাংকার নির্মাণও করছে বিএসএফ। এ নিয়ে যখন উত্তেজনা চরমে তখনই দেশটির রাষ্ট্রদূতকে তলব করল পররাষ্ট্র মন্ত্রণালয়।</span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সীমান্তে বিজিবি সতর্কাবস্থায় আছে। সম্প্রতি সীমান্তের পাঁচ জায়গায় ভারত কাঁটাতারের বেড়া নির্মাণ শুরু করে। বিজিবির সঙ্গে জোটবদ্ধ হয়ে সীমান্তে বেড়া দেওয়ার প্রতিবাদ করায় তিনি সীমান্তবর্তী জেলার বাসিন্দাদের ধন্যবাদ জানান।</span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">উপদেষ্টা বলেন, উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) সঙ্গে বিজিবির যোগাযোগ হচ্ছে। বিগত সরকারের সময়ে সীমান্তে বেড়া দেওয়া নিয়ে যেসব অসম সমঝোতা চুক্তি হয়েছে সেগুলো বাতিলের বিষয়ে পত্র দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। পরবর্তী মাসে (ফেব্রুয়ারি)  বিজিবি ও বিএসএফের মধ্যে ডিজি পর্যায়ে বৈঠক হবে বলেও উপদেষ্টা জানান।</span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">বাংলাদেশ ও ভারতের বিদ্যমান চার হাজার ১৫৬ কিমি সীমান্তের মধ্যে তিন হাজার ২৭১ কিমি স্থানে ভারতীয় কর্তৃপক্ষ কাঁটাতারের বেড়া দিয়েছে এবং ৮৮৫ কিমি স্থানে কাঁটাতারের বেড়া নির্মাণ করা হয়নি বলে সংবাদ সম্মেলনে উপদেষ্টা জানান। প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. খোদা বখস চৌধুরী, পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলম ও বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী উপস্থিত ছিলেন।</span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">পররাষ্ট্রসচিবের সঙ্গে বৈঠক প্রণয় ভার্মার : ভারতের রাষ্ট্রদূতকে ডেকে পাঠানোর পর পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিনের সঙ্গে তাঁর বৈঠক হয়। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন প্রণয় ভার্মা। সীমান্তে কাঁটাতারের বেড়া প্রসঙ্গে তিনি বলেন, সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার ব্যাপারে দুই দেশের মধ্যে বোঝাপড়া রয়েছে। দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী ভারতের বিএসএফ ও বাংলাদেশের বিজিবি সহযোগিতার মাধ্যমে সীমান্তে অপরাধ দমনের বিষয়ে কাজ করবে।</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">’</span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">পররাষ্ট্র মন্ত্রণালয় যা বলছে : গতকাল বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিন পররাষ্ট্র মন্ত্রণালয়ে ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মার কাছে বাংলাদেশ-ভারত সীমান্তে ভারতের সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সামপ্রতিক কার্যকলাপ নিয়ে বাংলাদেশ সরকারের গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।</span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">তিনি জোর দিয়ে বলেন, যথাযথ অনুমোদন ছাড়াই কাঁটাতারের বেড়া নির্মাণ দুই প্রতিবেশী দেশের মধ্যে সহযোগিতা এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্কের চেতনাকে ক্ষুণ্ন করে। </span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">তিনি বলেন, গুরুতর উদ্বেগের বিষয় হচ্ছে ভারতীয় কর্তৃপক্ষ বারবার অ-প্রাণঘাতী কৌশল অনুসরণ এবং হত্যা বন্ধ করার দৃঢ় প্রতিশ্রুতি দেওয়ার পরেও সীমান্তে হত্যাকাণ্ড অব্যাহত রয়েছে।</span></span></span></span></span></p> <p> </p>