<p>জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় আজ সোমবার মোট ১৫টি প্রকল্প তোলা হচ্ছে। সভায় অনুমোদনের জন্য দুই হাজার ১৮০ কোটি টাকা ব্যয়ে আট প্রকল্প তোলা হচ্ছে; যার মধ্যে একটি সংশোধিত প্রকল্প রয়েছে। আমদানি কমিয়ে গ্যাস উৎপাদন বাড়াতে তিন প্রকল্প তোলা হচ্ছে। আর একনেকে পরিকল্পনা উপদেষ্টা কর্তৃক অনুমোদিত ছয় প্রকল্প অবহিত করার জন্য তোলা হবে। তবে একনেক সভায় প্রথমবারের মতো একটি প্রকল্প বাতিলের জন্য তোলা হবে।</p> <p>পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হতে যাওয়া একনেক সভায় সভাপতিত্ব করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও একনেক চেয়ারপারসন ড. মুহাম্মদ ইউনূস। এটি অন্তর্বর্তী সরকারের চতর্থ একনেক সভা এবং চলতি অর্থবছরের পঞ্চম সভা।</p> <p>সভায় অনুমোদনের জন্য উপস্থাপিত প্রকল্পগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে চিলমারী এলাকায় নদীবন্দর নির্মাণ, আশুগঞ্জ-পলাশ সবুজ প্রকল্প, কুমিল্লা অঞ্চলে টেকসই কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্প এবং অর্থনৈতিকভাবে জীবনচক্র শেষ হওয়া রাবারগাছ কর্তন ও পুনর্বাগান সৃষ্টি। এ ছাড়া ভোলা নর্থ গ্যাসক্ষেত্রের জন্য প্রসেস প্লান্ট স্থাপন, রশিদপুর ১১ নম্বর কূপ খনন, ২ডি সিসমিক সার্ভে এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের অধীনে ৬০টি ডে-কেয়ার সেন্টার স্থাপন প্রকল্পও তালিকায় রয়েছে।</p> <p>আগে অনুমোদিত ছয়টি প্রকল্প অবহিত করার জন্য উপস্থাপন করা হবে। এগুলোর মধ্যে রয়েছে মাদানী এভিনিউ থেকে বালু নদী পর্যন্ত সড়ক প্রশস্তকরণ এবং বালু নদী থেকে শীতলক্ষ্যা নদী পর্যন্ত সড়ক নির্মাণ, রপ্তানিযোগ্য আম উৎপাদন প্রকল্প, অনাবাদি পতিত জমি ও বসতবাড়ির আঙিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকল্প, নির্বাচিত ফসলের অপচয় নিরূপণ জরিপ, বাংলাদেশের প্রাণিকুলের রেড লিস্ট হালনাগাদ এবং চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি (পিআইডিপি-৪)।</p> <p> </p> <p> </p>