<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">শিল্প খাতের এই দুরবস্থার মধ্যে গ্যাসের দাম বাড়ানো হলে স্থানীয় নতুন ও পুরনো শিল্পগুলো নিজেদের মধ্যে অসম প্রতিযোগিতায় পড়বে। আন্তর্জাতিক বাজারেও সক্ষমতা হারাবে। এমন অভিযোগ উদ্যোক্তাদের। এর জবাবে অন্তর্বর্তী সরকারের বাণিজ্য, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা সেখ বশির উদ্দিন বলেন, আমার নিজের ব্যবসা ছেড়েছি আপনাদের ব্যবসা দেখব বলে। গ্যাসের দাম বাড়ানোর যে প্রস্তাব করা হয়েছে তা বিগত সরকারের আমলের মতে করা হয়নি। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) শুনানির মাধ্যমে এটি করবে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গ্যাসের দাম বাড়ানোর কারণ উল্লেখ করে তিনি বলেন, বিগত সরকারের নৈরাজ্য ও সাগর চুরির খেসারত দিতে হচ্ছে মানুষকে। না হয় অর্থনীতি আরো খাদে পড়বে। নবায়নযোগ্য জ্বালানি এখন সবচেয়ে সস্তা, তাই বিদ্যুৎ উৎপাদনে এটি ব্যবহারে উদ্যোক্তাদের আহব্বান জানান তিনি।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গতকাল বুধবার রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার (আইসিসিবি) ৪ নম্বর হলে চার দিনব্যাপী গার্মেন্টস এক্সেসরিজ ও প্যাকেজিং পণ্য প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্য উপদেষ্টা এসব কথা বলেন। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বাংলাদেশ গার্মেন্ট এক্সেসরিজ প্যাকেজিং ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিজিএপিএমইএ) সঙ্গে এএসকে ট্রেডশো অ্যান্ড এক্সিউবিশন প্রাইভেট লিমিটেড যৌথভাবে একই ছাদের নিচে এই প্রদর্শনীর আয়োজন করে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোরিয়ান রাষ্ট্রদূত পার্ক ইয়ং সিক, বিজিএপিএমইএর সভাপতি মো. শাহরিয়ার, বিজিএপিএমইএর সাবেক সভাপতি রাফেজ আলম চৌধুরী, বিটিএমএর সভাপতি শওকত আজিজ রাসেল, বিকেএমইএর সভাপতি মোহাম্মাদ হাতেম, বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের সভাপতি আনোয়ার-উল আলম চৌধুরী ও এএসকে ট্রেড শো অ্যান্ড এক্সিবিশন প্রাইভেট লিমিটেডের পরিচালক নন্দ গোপাল প্রমুখ। এ ছাড়া অনুষ্ঠানে বিজিএপিএমইএ ও ইস্টার্ন ইউনিভার্সিটির মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">তৈরি পোশাকশিল্পে ব্যবহৃত সর্বাধুনিক যন্ত্রপাতি বা গার্মেন্টস এক্সেসরিজ ও প্যাকেজিং পণ্য পোশাক প্রস্তুতকারকদের কাছে তুলে ধরতে রাজধানীতে শুরু হয়েছে গার্মেন্টস টেকনোলজি প্রদর্শনী বাংলাদেশের (জিটিবি-২০২৫) ২২তম এবং গ্যাপএক্সপো ২০২৫-এর ১৪তম সংস্করণ। প্রদর্শনীটি চলবে আগামী ১১ জানুয়ারি শনিবার পর্যন্ত। আইসিসিবির আটটি হলজুড়ে এই প্রদর্শনীটিতে অংশ নেয় ২৫টি দেশের ৫০০ প্রতিষ্ঠান। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">অনুষ্ঠানে বিজিএপিএমইএ সভাপতি মো. শাহরিয়ার বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বাংলাদেশের ৪৭ বিলিয়ন পোশাক রপ্তানির মধ্যে এই খাতের অবদান প্রচ্ছন্ন রপ্তানি সাত বিলিয়ন। তবে মোট রপ্তানি আয় ৮.৫ বিলিয়ন ডলার। এর মধ্যে ১.৫ বিলিয়ন সরাসরি রপ্তানি হয়।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> তিনি বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">কভিড ১৯ মহামারির সময় যখন সব পণ্য আমদানি বন্ধ হয়ে যায় একমাত্র ওষুধ ছাড়া, তখন রপ্তানি পণ্যের শতভাগ এক্সেসরিজ ও প্যাকেজিং জোগান দিয়েছিল স্থানীয় প্রতিষ্ঠানগুলো।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ব্লুমবার্গের এক প্রতিবেদনকে উদ্ধৃত করে শাহরিয়ার বলেন, ২০২১ সালে এক্সেসরিজ ও প্যাকেজিং খাতের বিশ্বব্যাপী চাহিদা ছিল প্রায় ৭৫০ বিলিয়ন ডলার। এই বাজার ধরতে সরকারের রপ্তানি প্রণোদনা পেলে সরাসরি রপ্তানি আরো বাড়বে আশা করেন বিজিএপিএমইএ সভাপতি।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বিটিএমএর সভাপতি শওকত আজিজ রাসেল বলেন, আমরা এক অস্বস্তিকর পরিস্থিতিতে আছি। সরকার আবারও গ্যাসের দাম বাড়াচ্ছে। সরকারের কাছে আমাদের কোনো চাওয়া নেই। একটা দাবি সরকার যেন নিজেরা নিজেদের সাহায্য করে। বিগত সরকার অংশীজনদের সঙ্গে কোনো ধরনের আলোচনা ছাড়াই গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছিল উল্লেখ করে তিনি বলেন, এই সরকারও কোনো ধরনের আলোচনা ছাড়াই একই কাজ করল। আলোচনা করতে বসলে আমরাও আপনাদের কিছু পরামর্শ দিতে পারতাম। আমদানির পর আপনাদের ব্যালান্স কস্ট কত হবে তা নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করা উচিত ছিল। আমরা আসলে এমন সরকার আর দেখতে চাই না। এখন আমাদের উচিত হবে নিজেদের কারখানাগুলো গুটিয়ে নেওয়া। যত তাড়াতাড়ি তা করব, তত লস কম হবে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বিকেএমইএর সভাপতি মোহাম্মাদ হাতেম বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">হঠাৎ করে কেন প্রতি ইউনিট গ্যাসের দাম ৭০ থেকে ৭৫ টাকা দিতে হবে তা আমাদের বোধগম্য নয়। এতে স্থানীয় নতুন ও পুরনো শিল্পগুলো নিজেদের মধ্যে অসম প্রতিযোগিতায় পড়বে। আন্তর্জাতিক বাজারেও সক্ষমতা হারাবে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> তিনি বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">২০২৬ সালে এলডিসি গ্র্যাজুয়েশন হবে আত্মঘাতী সিদ্ধান্ত। এটাকে কেন্দ্র করে বিগত সরকার রপ্তানি প্রণোদনা বন্ধ করে দিয়েছে। তাই আমাদের সুতা ও কাপড় আমদানি করতে হচ্ছে। এতে স্থানীয় টেক্সটাইলশিল্প ক্ষতিগ্রস্ত হচ্ছে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> এলডিসি গ্র্যাজুয়েশন পাঁচ বছরের জন্য পেছানোর দাবি জানান তিনি।</span></span></p>