<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">পল্টন মডেল থানায় করা মামলায় গ্রেপ্তার গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। বিএনপিকর্মী মকবুলকে হত্যার অভিযোগে এই মামলা হয় গত ৩০ সেপ্টেম্বর।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গতকাল রবিবার বিকেল সাড়ে ৩টার দিকে ভাটারা থানা এলাকা থেকে ইঞ্জিনিয়ার মোশাররফকে গ্রেপ্তার করে পুলিশ। পরে বিকেলে তাঁকে আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্ত কর্মকর্তা পল্টন মডেল থানার উপপরিদর্শক নাজমুল হাচান মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাঁকে কারাগারে আটক রাখার আবেদন করেন। অন্যদিকে আসামির আইনজীবী জামিনের আবেদন করেন। রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করে। উভয় পক্ষের শুনানি শেষে ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমান জামিন আবেদন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">২০২২ সালের ১০ ডিসেম্বর এক দফা দাবি আদায়ের কর্মসূচি ঘোষণা করে বিএনপি। এর আগে ৭ ডিসেম্বর ডিবি পুলিশের হারুন অর রশীদ, মেহেদী হাসান ও বিপ্লব কুমার বিএনপির নয়াপল্টন কার্যালয়ে অভিযান চালিয়ে কার্যালয়ে ভাঙচুর চালান। কার্যালয়ের পাশে থাকা হাজার হাজার নেতাকর্মীর ওপর হামলা চালান। এতে মকবুল হোসেন নামের এক কর্মী গুলিবিদ্ধ হয়ে মারা যান। এ ঘটনায় গত ৩০ সেপ্টেম্বর মাহফুজুর রহমান বাদী হয়ে শেখ হাসিনা, ইঞ্জিনিয়ার মোশাররফসহ ২৫৬ জনের বিরুদ্ধে মামলা করেন।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">কালের কণ্ঠ</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">র মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি জানান, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের বিরুদ্ধে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও বিএনপি নেতা ইশরাক হোসেনের গাড়িবহরে হামলা, বিএনপি অফিস ভাঙচুর এবং যুবদল নেতা মোহাম্মদ ইফতেখার হোসেন জিপশনের ওপর হামলার ঘটনায় মোট পাঁচটি মামলা করা হয়েছে। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গত ৬ সেপ্টেম্বর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত উপজেলার মিরসরাই ও জোরারগঞ্জ থানায় এসব মামলা করেন স্থানীয় বিএনপির বিভিন্ন পর্যায়ে দায়িত্বরত নেতারা। এসব মামলার প্রত্যেকটিতে আওয়ামী লীগের প্রবীণ এই নেতাকে প্রধান আসামি করা হয়। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন জানান, গত ১৫ বছরে মিরসরাইয়ে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে মিরসরাই, জোরারগঞ্জ ও সীতাকুণ্ড থানায় অন্তত ৯০টি মামলা করা হয়েছে। ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের নির্দেশে পুলিশ এসব মামলা করে।</span></span></span></span></p> <p> </p>