<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">দীর্ঘদিন ধরে ছোট অক্ষর দেখতে পেতেন না ষাটোর্ধ্ব ক্ষুদ্র ব্যবসায়ী মোতালেব হোসেন। চোখ দিয়ে পানিও পড়ত। কিন্তু আর্থিক অনটন এবং সময়ের অভাবে সুযোগ হয়নি চিকিৎসা নেওয়ার। হঠাৎ জানতে পারেন, বাড়ির পাশেই চক্ষুশিবির হবে। সেই সুযোগটিই কাজে লাগালেন তিনি।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">চিকিৎসককে চোখ দেখিয়ে বিনা মূল্যে চশমা ও ওষুধ পেলেন মোতালেব হোসেন। অভিজ্ঞ চিকিৎসক দেখাতে পেরে এবং চিকিৎসা পেয়ে তিনি বেশ আনন্দিত। শুধু মোতালেবই নয়, এদিন ভিন্ন মাত্রার এক আনন্দের ক্ষণ বয়ে আনে শিবচরের প্রত্যন্ত এলাকার অন্তত ৪০০ মানুষের।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গতকাল মঙ্গলবার শিবচর উপজেলার চরশেখপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দিনব্যাপী চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের আয়োজন করা হয়। ভিশন কেয়ার ফাউন্ডেশন এবং বসুন্ধরা আই হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের সহযোগিতায় বিনা মূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের আয়োজন করে কেয়ামুদ্দিন মাস্টার স্মৃতি ফাউন্ডেশন। এদিন ২৫০ জনকে বিনা মূল্যে চশমা দেওয়া হয় এবং ৯০ জনের অপারেশনের ব্যবস্থা করা হয়।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">চিকিৎসা পেয়ে ৯০-ঊর্ধ্ব ময়ূরজান বিবি বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">৪০ বছর আগে আমার স্বামী মজিদ সরদার মারা গেছেন। তার পর থেকে মেয়ে আকলিমাই আমাকে দেখত। কিছুদিন পর মেয়েটাও মারা যায়। মেয়ের শোকে কাঁদতে কাঁদতে চোখ দিয়ে অনেক পানি পড়ত। আমার মেয়ের ঘরের নাতি আমারে ডাক্তার দেখাইছে। কিন্তু নাতি গরিব মানুষ, অত টাকা পাইব কোথায়? গতকাল মাইকিংয়ে শুনছি যে চোখের ডাক্তার আইবে, তাই আজ চোখ দেখাইতে আইলাম। ডাক্তার চোখ ভালো করে দেখে কইছে অ্যালার্জি আছে। চোখ পরীক্ষা-নিরীক্ষা করে আমাকে একটা ড্রপ দিছে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">চিকিৎসা নিতে আসা আলম মিয়াসহ বেশ কয়েকজন বলেন, বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে গরিব-অসহায় রোগীদের বিনা মূল্যে যে চিকিৎসা দেওয়া হচ্ছে তা খুবই প্রশংসার কাজ। আল্লাহ তাদের ভালো রাখুক।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বসুন্ধরা আই হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের ক্যাম পরিচালক অ্যাডমিনিস্ট্রেশন মোহাম্মদ আবু তোয়েবের তত্ত্বাবধানে আট সদস্যের একটি টিম রোগীদের চিকিৎসা দেয়। টিমে ছিলেন ডা. কাজী আদনান, ডা. নুসরাত লুবনা ও ডা. তাসরুবা শাহনাজ।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">স্থানীয় সহযোগী হাবিবুর রহমান বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গবিব-দুঃস্থ ও অন্ধ রোগীদের চক্ষু চিকিৎসার সাহায্যার্থে বসুন্ধরা গ্রুপ থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে। আমি বসুন্ধরা গ্রুপকে ধন্যবাদ জানাই যে তারা আমার এলাকায় এ রকম একটা আয়োজন আমাকে করার সুযোগ দিয়েছেন।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বসুন্ধরা আই হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের কনসালট্যান্ট ডা. নুসরাত লুবনা বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আমরা এখানে চোখের রোগীদের পাওয়ারসহ প্রাথমিক চিকিৎসা চশমা দিচ্ছি। আর যাদের নেত্রনালি ব্লক হয়ে গেছে, তাদের অপারেশনের ব্যবস্থা করা হয়েছে। এটি বসুন্ধরা গ্রুপের একটি মানবিক উদ্যোগ, যেখানে সাধারণ মানুষ সরাসরি উপকৃত হচ্ছে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></p>