<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আলোচনার বেশির ভাগ জুড়ে ছিলেন সাকিব আল হাসান আর তামিম ইকবাল। একজন বোলিং অ্যাকশন ত্রুটিমুক্ত করতে না পারা এবং আরেকজনের আনুষ্ঠানিক অবসর ঘোষণা বাংলাদেশের চ্যাম্পিয়নস ট্রফির দল ঘোষণাপূর্ব জোর আলোচনার আগুনে জল ঢেলে দিয়েছে। যা-ও একটু আগ্রহের কেন্দ্রে ছিলেন লিটন দাস, ফর্মে নেই যে তিনি। শেষ পর্যন্ত অবশ্য লিটনকে দেশে রেখেই চ্যাম্পিয়নস ট্রফিতে ১৫ সদস্যের দল পাঠাচ্ছে বিসিবির নির্বাচক প্যানেল।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">চিরায়ত রসায়ন মেনেই দল গড়েছেন নির্বাচকরা। সব মিলিয়ে আট ব্যাটার, চার পেসার, এক অলরাউন্ডার ও দুই স্পিনার নিয়ে সাজানো হয়েছে বাংলাদেশ দল। চেন্নাইয়ে দ্বিতীয়বার বোলিং অ্যাকশন শোধরানোর পরীক্ষা উতরাতে না পারা সাকিবের জায়গা হয়নি। তবু ব্যাটার হিসেবে সাকিবকে বিবেচনায় নেওয়ার ভাবনা ছিল কি না</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">—</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এমন প্রশ্নে প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেনের উত্তর, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সাকিবের বোলিং অ্যাকশন নিয়ে যে সমস্যায় আছে, সেটা থেকে উত্তরণের জন্য পরীক্ষা দিয়েছিল। ফল নেগেটিভ হওয়ায় এখন শুধু ব্যাটার হিসেবে খেলতে পারবে। নির্বাচনী প্রক্রিয়ায় ওর অবস্থান ছিল ব্যাটার হিসেবে। এই দলে টিম কম্বিনেশন সাজাতে গিয়ে শুধু ব্যাটার হিসেবে ১৫ জনের মধ্যে ওকে জায়গা দেওয়া সম্ভব হয়নি।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আরেক অভিজ্ঞ তামিম থাকলে দলের জন্য ভালো হতো বলে জানিয়েছেন প্রধান নির্বাচক। তবে এই দুজনের চেয়ে সম্পূর্ণ ভিন্ন প্রেক্ষাপটে দাঁড়িয়ে লিটন। ওয়ানডেতে রানের জন্য রীতিমতো সংগ্রাম করছেন এই ব্যাটার। সর্বশেষ ১৩ ইনিংসে ফিফটি নেই। এই সময়ে এক অঙ্কের ঘরে আউট হয়েছেন সাতবার। তাঁর ব্যাটে শেষবার পঞ্চাশোর্ধ্ব ইনিংস দেখা গেছে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে ভারতের বিপক্ষে। তবে সব একপাশে রেখে লিটনের বাদ পড়ার নিয়ামক হয়ে উঠেছিল মূলত বাংলাদেশ দলের সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজ সফর। সেন্ট কিটসের ব্যাটিং স্বর্গ উইকেটে টানা তিন ম্যাচে তিনি আউট হন যথাক্রমে ২, ৪ ও ০ রানে। লিটনকে বাদ দেওয়ার পেছনে দুটি কারণের কথা বলেছেন আশরাফ। প্রথমটি অনুমিতভাবে ফর্মহীনতা। দ্বিতীয়টি টানা ব্যর্থতায় তাঁর ওপর নির্বাচকদের আস্থাহীনতা, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">একজন ব্যাটার দীর্ঘদিন ধরে এই সংস্করণে রানের তীব্র খরায় ভুগছেন। আউটের ধরনগুলো একই রকম। সাদা বলে পাওয়ার প্লেতে যে সুবিধা নেওয়া দরকার, তা হচ্ছে না।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> গাজী আশরাফের মতে, এতে অন্য প্রান্তের ব্যাটারের ওপর চাপ তৈরি হচ্ছে। একই সঙ্গে তিন নম্বর ব্যাটারকেও দ্রুত উইকেটে যেতে হচ্ছে। তাতে দলের ওপর নেতিবাচক প্রভাব পড়ছে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">চ্যাম্পিয়নস ট্রফিতে সৌম্য সরকারের সঙ্গে ইনিংসের সূচনা তানজিদ হাসান করতে যাচ্ছেন বলেও নিশ্চিত করেছেন গাজী আশরাফ, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সৌম্য ও (তানজিদ) তামিম ভালো করছে জুটি হিসেবে। তারাই ইনিংসের শুরু করতে যাচ্ছে। প্রথম একাদশেও লিটনের জায়গা নেই।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> এ ক্ষেত্রে অবশ্য প্রশ্ন উঠছে লিটনের জায়গায় বিকল্প ওপেনার হিসেবে জায়গা পাওয়া পারভেজ হোসেনকে খেলার সুযোগ না দেওয়ার প্রসঙ্গ। ওয়েস্ট ইন্ডিজে দলে থাকলেও তাঁর খেলার সুযোগ মেলেনি। আশরাফ অবশ্য এতে কোচ ও অধিনায়কের দায় দেখছেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">একাদশ নির্বাচনের ক্ষেত্রে আমরা নির্বাচকরা হস্তক্ষেপ করি না। অধিনায়ক ও কোচের মতামতের মূল্যই সবচেয়ে বেশি। তারা যে খেলোয়াড়কে সবচেয়ে উপযুক্ত মনে করে, তাকেই খেলায়। এ কারণেই (পারভেজ) ইমনকে হয়তো দেখতে পারেননি। দল গঠনে আমাদেরও মনে হয় এই খেলোয়াড় হয়তো কার্যকর ভূমিকা রাখতে পারে। এ নিয়ে আলোচনা হয়, কেন নিচ্ছি, সেই যৌক্তিকতা তুলে ধরি। জুনিয়র তামিমের মানসিকতার সঙ্গে মিল রেখে আমরা একজনকে খুঁজেছি, যা ইমনের মধ্যে পেয়েছি।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বাংলাদেশ চ্যাম্পিয়নস ট্রফির অভিযান শুরু করবে দুবাইয়ে আগামী ২০ ফেব্রুয়ারি, ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে। এরপর রাওয়ালপিন্ডিতে পরের দুই প্রতিপক্ষ নিউজিল্যান্ড ও স্বাগতিক পাকিস্তান।</span></span></span></span></span></p> <p style="text-align:left"> </p> <p style="text-align:left"> </p>