<p><span style="font-size:10pt"><span style="line-height:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বরেন্দ্রভূমি রাজশাহীতে এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে দেশে-বিদেশে ভ্রমণ আর পাহাড়-পর্বতে দুঃসাহসিক অভিযানের গল্প শুনিয়েছেন দেশবরেণ্য অভিযাত্রীরা। গতকাল শনিবার পর্যটকদের সংগঠন </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ট্যুর মুরল্যান্ড</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">-এর এক যুগ পূর্তি অনুষ্ঠানে তাঁরা নিজেদের অভিজ্ঞতার গল্প শোনান। </span></span></span></span></span></span><span style="font-size:10pt"><span style="line-height:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">রাজশাহী মেডিক্যাল কলেজের ডা. কাইছার রহমান মিলনায়তনে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানের নাম দেওয়া হয় </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ব্যাকপ্যাক</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">। শুরুতে সঞ্চালক চক্ষু বিশেষজ্ঞ ইউসুফ আলী বলেন, যাঁরা ভ্রমণ করেন, তাঁদের মধ্যে সিনিয়র-জুনিয়র বলে কোনো কথা নেই। সবাই বন্ধু। তাই অনুষ্ঠানে সবাই অতিথি। কে আগে আর কে পরে বক্তব্য দেবেন, সেটি কোনো বিষয় নয়। </span></span></span></span></span></span></p> <p align="left" class="body" style="text-align:left"><span style="font-size:10pt"><span style="line-height:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">রাজশাহী মেডিক্যাল কলেজের সহযোগী অধ্যাপক ডা. মিজানুর রহমানের হাত ধরে ২০১১ সালে কিভাবে ট্যুর মুরল্যান্ড প্রতিষ্ঠিত হলো এবং এরপর দেশে-বিদেশে এর সদস্যরা কতগুলো অভিযান করলেন, সবই অনুষ্ঠানের শুরুতে দেখানো হয় প্রামাণ্যচিত্রে। এরপর বক্তব্য দেন বাংলাদেশ বার্ড ক্লাবের প্রতিষ্ঠাতা, বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারপ্রাপ্ত লেখক ইনাম আল হক। তিনি বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ভ্রমণের বড় অসুবিধা হলো যে এলাকায় বেশি ভ্রমণ করা হয় সেই এলাকার সব কিছু নষ্ট হয়। স্থাপনা, প্রাণী, উদ্ভিদ, মানুষও কিছু ক্ষতিগ্রস্ত হয়। এটা শূন্যে নামানো যাবে না। কিন্তু যাঁরা ভ্রমণে যাবেন, তাঁরা যেন এটা মনে করে যান যে ক্ষতিগুলো সবচেয়ে কমিয়ে রাখবেন।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></span></span></p> <p style="margin-bottom:13px"><span style="font-size:11pt"><span style="line-height:115%"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="line-height:115%"><span style="font-family:SolaimanLipi">বক্তব্য দেন বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারপ্রাপ্ত কথাসাহিত্যিক ও মনোরোগ বিশেষজ্ঞ ডা. মামুন হুসাইন, দুইবার এভারেস্ট আরোহণকারী একমাত্র বাংলাদেশি এম এ মুহিত, পর্বতারোহী, আলোকচিত্রী ও চলচ্চিত্র গবেষক মীর শামসুল আলম বাবু, বিশ্বপরিব্রাজক ও সুমেরু অভিযাত্রী তারেক অণু, সুন্দরবনকে দস্যুমুক্ত করতে বড় অবদান রাখা সাংবাদিক মোহসীন-উল হাকিম, মোটর সাইক্লিস্ট ও প্রথম বাংলাদেশি হিসেবে খারদুংলাজয়ী বাইকার আবদুল মোমেন রোহিত, বাংলা চ্যানেল বিজয়ী সাঁতারু ডা. সাকলায়েন রাসেল, ভ্রমণ কন্যার সভাপতি ডা. সাকিরা হক এবং তাঁর সঙ্গে আসা আইরিশ অভিযাত্রী মিস জেসিকা।</span></span></span></span></span></span></p>