দুই দিনব্যাপী ১৬তম জাতীয় বিতর্ক কার্নিভাল-২০২৪ শুরু হয়েছে। গতকাল শুক্রবার সকালে বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে এ কার্নিভাল শুরু হয়। চলবে আজ শনিবার রাত সাতটা পর্যন্ত। কার্নিভালের আয়োজন করে দেশের বিতর্কচর্চা ও আন্দোলনের কেন্দ্রীয় সংগঠন ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ (এনডিএফ বিডি)।
এবারের স্লোগান ‘এসো উদয়ের পথে, যুক্তি কথার সমীরণে’। উৎসবে দেশের সরকারি, বেসরকারি বাংলা ও ইংরেজি মাধ্যমের স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, মেডিক্যাল, ক্যাডেট কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় দুই হাজার বিতার্কিক অংশ নিয়েছেন। এ ছাড়া এতে সারা দেশ থেকে শিক্ষক ও অভিভাবকরা অংশ নিয়েছেন। উৎসবের মিডিয়া পার্টনার কালের কণ্ঠ।
গতকাল সকালে রেজিস্ট্রেশন পর্ব শেষে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীতের পর বর্ণিল শোভাযাত্রার মাধ্যমে উৎসবের আনুষ্ঠানিকতা শুরু হয়। সকাল ১০টায় শুরু হয় উদ্বোধনী অনুষ্ঠান। যেখানে বিতর্কশিল্পে বিশেষ অবদান রাখায় ‘এনডিএফ বিডি লাইফ টাইম অ্যাচিভমেন্ট ২০২৪’ দেওয়া হয় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির চেয়ারম্যান ড. মো. সবুর খানকে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন।
উৎসবের প্রথম দিনে ছিল শিশু বিতর্ক, ইংলিশ পাবলিক স্পিকিং কম্পিটিশন, এনডিএফ বিডির পথচলা নিয়ে বিশেষ মাল্টিমিডিয়া প্রেজেন্টেশন, বিতর্কবিষয়ক বিশেষ কর্মশালা, এশিয়ান পার্লামেন্টারি ডিবেট, ইউএন মডেল ডিবেট, কুইজ কম্পিটিশন, প্ল্যানচেট ডিবেট এবং কালচারাল ইভিনিং।
দ্বিতীয় দিনে থাকবে সারা দেশ থেকে আগত এনডিএফ বিডির সংগঠকদের মাঝে ‘এনডিএফ বিডি ইয়ুথ অর্গানাইজার অ্যাওয়ার্ড গিভিং সেরিমনি ২০২৪’ পর্ব। এর পরপরই ক্রমান্বয়ে চলতে থাকবে বাংলা বারোয়ারি বিতর্কের বাছাই পর্ব, ফাইনাল কুইজ কম্পিটিশন। এ ছাড়া থাকবে কর্মশালা, আঞ্চলিক বিতর্ক প্রতিযোগিতা, পাবলিক স্পিকিং প্রতিযোগিতা, বাংলা বারোয়ারি বিতর্কের ফাইনাল রাউন্ড, পেশাজীবী বিতর্ক। বিকেল ৪টায় পুরস্কার বিতরণী অনুষ্ঠান শুরু হবে।
এতে প্রধান অতিথি থাকবেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মশিউর রহমান। সব শেষে বর্ণাঢ্য সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে পর্দা নামবে সারা দেশের বিতার্কিকদের এ কার্নিভালের।