বিজয় দিবস উপলক্ষে বিজয় মেলা ও সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করেছে ধানমণ্ডি সোসাইটি। গতকাল শুক্রবার বিকেল ৩টায় ধানমণ্ডি ৪ নম্বর ক্রিকেট একাডেমি মাঠে বিজয় মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। দুই দিনব্যাপী এই আয়োজনের প্রথম দিনের অনুষ্ঠান শেষ হয় গতকাল রাত ১১টায়। আজ শনিবার সকাল ১০টায় দ্বিতীয় দিনের অনুষ্ঠান শুরু হয়ে শেষ হবে একই সময়।
ধানমণ্ডি সোসাইটির উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানের প্লাটিনাম স্পন্সর হিসেবে রয়েছে দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের প্রতিষ্ঠান এবিজি টেকনোলজিস লিমিটেডের ডিজিটাল ওয়ালেট ‘পকেট’। মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে বেসরকারি টেলিভিশন নিউজ২৪, বাংলাদেশ প্রতিদিনসহ কয়েকটি গণমাধ্যম।
গতকাল বিজয় মেলা ও সাংস্কৃতিক সন্ধ্যার প্রথম দিন ছিল চিত্রকলা প্রদর্শনী এবং শিশুদের জন্য খেলার আয়োজন। বিকেল ৩টায় মেলার উদ্বোধন করা হয়।
এরপর সাড়ে ৪টায় জাতীয়সংগীত পরিবেশন, পতাকা উত্তোলন ও কোরআন তেলাওয়াত করা হয়। একই দিন বিকেলে ধানমণ্ডির উন্নয়ন, নিরাপত্তাসহ সার্বিক বিষয় নিয়ে কাজ করা ধানমণ্ডি সোসাইটির কার্যনির্বাহী কমিটি ও জোনাল কমিটির পরিচিতি এবং সংগঠনটির বিভিন্ন কার্যক্রম নিয়ে প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। সন্ধ্যায় শুরু হয় নৃত্যানুষ্ঠান (বাফা)। এ ছাড়া নাটিকা, সংগীতানুষ্ঠান, মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রামাণ্যচিত্র এবং ব্যান্ডসংগীত (লিসান) উপস্থিত অতিথিদের নজর কেড়েছে। আজও রয়েছে মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান। একই সঙ্গে চলবে বিজয় মেলাও।