<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ঘূর্ণিঝড় ডানার কারণে সংশ্লিষ্ট জেলাগুলোর ট্রেইনি রিক্রুট কনস্টেবলের (টিআরসি) কাগজপত্র যাচাই ও মাঠ বিষয়ক পরীক্ষা পেছানো হয়েছে। এই পরীক্ষা ২৫-২৭ অক্টোবরের পরিবর্তে আগামী ২৯-৩১ অক্টোবর অনুষ্ঠিত হবে। গতকাল বৃহস্পতিবার পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক বার্তায় এই তথ্য জানানো হয়েছে। বার্তায় আরো জানানো হয়, ২৯-৩১ অক্টোবরের পরীক্ষা পূর্বনির্ধারিত ভেন্যুতে অনুষ্ঠিত হবে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"> </p>