<p>বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর উত্তরা পশ্চিম থানাধীন এলাকায় মো. জসিমকে হত্যার অভিযোগে করা মামলায় আইনজীবী রবিউল ইসলাম রবিকে কারাগারে পাঠিয়েছেন আদালত। গতকাল ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসাইনের আদালত তাঁর জামিন ও রিমান্ড নামঞ্জুর করে এ আদেশ দেন। এদিন তাঁকে আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা উত্তরা পশ্চিম থানার উপপরিদর্শক মো. সাইফুল ইসলাম তাঁকে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন।</p> <p> </p>