<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) দুবাইয়ে </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গালফুড</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> মেলা শুরু হতে যাচ্ছে আগামী ১৭ ফেব্রুয়ারি। ৩০তম এই আসরের মেলা চলবে পাঁচ দিন। আয়োজক দুবাই ওয়ার্ল্ড ট্রেড সেন্টার (ডিডব্লিউটিসি)। মেলায় ১২৯টি দেশের সাড়ে পাঁচ হাজার প্রতিষ্ঠান তাদের পণ্য নিয়ে যোগ দেবে। এতে অংশ নিতে এরই মধ্যে প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ। বৈশ্বিক পরিমণ্ডলে দেশে উৎপাদিত খাদ্যপণ্য প্রদর্শন ও বাজারজাতকরণের জন্য অন্যতম মাধ্যম এই মেলা। বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তত্ত্বাবধানে মেলায় ৪২টি বাংলাদেশি প্রতিষ্ঠান অংশ নেওয়ার কথা রয়েছে। তবে ভিসা জটিলতার কারণে এখনো এসব প্রতিষ্ঠানের ব্যবসায়ী প্রতিনিধিরা দুবাই যাওয়ার বিষয়ে সংশয়ে আছেন। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ব্যবসায়ীরা বলছেন, বাংলাদেশি প্রতিষ্ঠানগুলোর গতবারের মতো জায়গা সংকুলানের অভিযোগ মাথায় নিয়ে মেলায় অংশ নিতে হবে। এবার মেলার জন্য বাংলাদেশ বরাদ্দ পেয়েছে ৩২৪ বর্গমিটার। বাংলাদেশ অ্যাগ্রো প্রসেসর্স অ্যাসোসিয়েশনের (বাপা) নেতারা জানান, আরো বেশি ব্যবসায়ী প্রতিষ্ঠান এই মেলায় অংশগ্রহণের জন্য আবেদন করেছেন। তবে জায়গা সংকুলানের অভিযোগে বেশ কিছু প্রতিষ্ঠানকে বাদ দিতে হয়েছে। গত বছর এই মেলায় বাংলাদেশি ৪১টি প্রতিষ্ঠান ক্রয়াদেশ পেয়েছিল ১০৬.৯২ মিলিয়ন ডলার। এবার আরো বেশি ক্রয়াদেশের প্রত্যাশা নিয়ে প্রতিষ্ঠানগুলো মেলায় স্টল সাজাবে। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">জানা গেছে, বিশ্বব্যাপী খাদ্যপণ্যের বাজার সম্প্রসারণে এরই মধ্যে অনেক দূর এগিয়েছে বাংলাদেশ। এই পরিধি বাড়াতে সক্রিয় ভূমিকা পালন করছে খাদ্যপণ্য উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ ও বিপণনের সঙ্গে জড়িত দেশি প্রতিষ্ঠানগুলো। বিশেষ করে বহির্বিশ্বে বড় প্রদর্শনীগুলোতে অংশগ্রহণের মাধ্যমে দেশে উৎপাদিত পণ্যের গ্রহণযোগ্যতা, গুণগত মান যাচাই ও রপ্তানি চাহিদা তৈরিতে সক্ষমতা বাড়াচ্ছে তারা।</span></span></span></span></span></p>