<p>ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) ট্রাস্টি বোর্ডের চেয়ারপারসন নির্বাচিত হয়েছেন বিশিষ্ট মানবাধিকারকর্মী ও ইম্প্যাক্ট ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাতা—ট্রাস্টি মনসুর আহমেদ চৌধুরী। তিনি বিদায়ি চেয়ারপারসন অ্যাডভোকেট সুলতানা কামালের স্থলাভিষিক্ত হলেন। গতকাল রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে সংস্থাটি।</p> <p>মনসুর আহমেদ ছাড়াও টিআইবির ট্রাস্টি বোর্ডে নতুন দুজন সদস্য যুক্ত হয়েছেন। তাঁরা হলেন সংস্থাটির প্রতিষ্ঠাকালীন নির্বাহী পরিচালক আইনজীবী মনজুর হাসান এবং নারীর ক্ষমতায়ন, জেন্ডার সমতা ও সুশাসন বিশেষজ্ঞ তাহেরা ইয়াসমিন।</p> <p>এ ছাড়া টিআইবির অডিট কমিটির চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেছেন সংস্থাটির ট্রাস্টি বোর্ডের সদস্য ফারুক আহমেদ। অডিট কমিটির অপর সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন অবসরপ্রাপ্ত কন্ট্রোলার জেনারেল (ডিফেন্স ফাইন্যান্স) মোতাহার হোসেইন।</p> <p>বিজ্ঞপ্তিতে বলা হয়, টিআইবির নতুন চেয়ারপারসন মনসুর আহমেদ চৌধুরী বহুল আলোচিত ভাসমান হাসপাতাল ‘জীবন তরী’র উদ্যোক্তা। মানবাধিকার বিশেষ করে প্রতিবন্ধীদের অধিকারের নিশ্চয়তাসহ তাদের সার্বিক জীবনমান উন্নয়নে দীর্ঘদিন ধরে তিনি কাজ করছেন। ২০০৯ থেকে ২০১২ সাল মেয়াদে জাতিসংঘ মানবাধিকার কমিশনের প্রতিবন্ধীবিষয়ক কমিটির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।</p> <p> </p>