<p>ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দলের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। সাদা দলের ২০২৫-২৬ সালের জন্য কেন্দ্রীয় আহ্বায়ক এবং দুজন যুগ্ম আহ্বায়ক নির্বাচন করা হয়। আহ্বায়ক হিসেবে অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান এবং যুগ্ম আহ্বায়ক (দক্ষিণ) হিসেবে অধ্যাপক ড. আবদুস সালাম ও যুগ্ম আহ্বায়ক (উত্তর) অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকারকে সর্বসম্মতিক্রমে মনোনয়ন চূড়ান্ত করা হয়েছে। সাদা দলের সাধারণ সভায় নামগুলো উপস্থাপন করা হলে তা অনুমোদন করা হয়।</p> <p>গতকাল রাতে ঢাবির সাদা দলের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এর আগে সকালে বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের শিক্ষক লাউঞ্জে সাদা দলের সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান।</p> <p>বিজ্ঞপ্তিতে জানানো হয়, এর আগে সাদা দলের গঠনতন্ত্র অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের ১২টি ইউনিট থেকে একজন আহ্বায়ক ও দুজন যুগ্ম আহ্বায়কের নাম প্রস্তাব করার জন্য কেন্দ্রীয় কমিটি থেকে ইউনিট কমিটিগুলোকে লিখিতভাবে বলা হয়। ইউনিট কমিটিগুলো নির্ধারিত ৫ ডিসেম্বরের মধ্যে নিজ নিজ ইউনিটের সাধারণ সভা করে একজন আহ্বায়ক ও দুজন যুগ্ম আহ্বায়কের নাম প্রস্তাব করে।</p> <p>ইউনিটগুলো থেকে প্রাপ্ত প্রস্তাবগুলো সাদা দল কেন্দ্রীয় কমিটির গত ২২ ডিসেম্বরের সভায় উপস্থাপন করা হয়।</p> <p> </p>