<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে শীতের অনুভূতি কিছুটা বেড়েছে গতকাল মঙ্গলবার। একদিকে যেমন দিনের তাপমাত্রা কমেছে, অন্যদিকে উত্তর ও উত্তর-পশ্চিম দিক থেকে আসা ঠাণ্ডা বাতাস বাড়িয়েছে শীতের অনুভূতি। কুয়াশা বাড়ায় নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে ব্যাহত হয়েছে ফ্লাইট ওঠানামাও।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আবহাওয়া অধিদপ্তর বলছে, তাপমাত্রা কমার প্রবণতা অব্যাহত থাকতে পারে আগামী শুক্রবার পর্যন্ত। সেই সঙ্গে কুয়াশার ঘনত্বও বাড়তে পারে। সব মিলিয়ে শীতের অনুভূতি বাড়তে পারে। ঘন কুয়াশার কারণে বিমান, নৌ ও সড়ক যোগাযোগ ব্যাহত হতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অফিস।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">জানতে চাইলে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ শাহানাজ সুলতানা গতকাল রাতে কালের কণ্ঠকে বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">মঙ্গলবারের তুলনায় বুধবার কুয়াশা আরো বাড়তে পারে, যা অব্যাহত থাকতে পারে দু-তিন দিন। দু-তিন দিন তাপমাত্রাও অল্প অল্প করে কমার প্রবণতা অব্যাহত থাকতে পারে। সঙ্গে উত্তর ও উত্তর-পশ্চিম দিক থেকে আসা ঠাণ্ডা বাতাস বাড়াবে শীতের অনুভূতি।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">শাহানাজ সুলতানা জানান, ৪ ও ৫ জানুয়ারি (শনি ও রবিবার) আবার তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। এরপর আবার দুই দিনের জন্য তা কমতে পারে। সব মিলিয়ে  ১০ জানুয়ারি পর্যন্ত তাপমাত্রা কিছুটা হ্রাস-বৃদ্ধির মধ্যেই থাকতে পারে। ১০ জানুয়ারির পর তাপমাত্রা অনেকটাই কমতে পারে। ফলে তখন শীতও তীব্র হতে পারে। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এদিকে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ দেশের আবহাওয়া মূলত শুষ্ক থাকতে পারে আজ বুধবার। দিনের তাপমাত্রায় তেমন কোনো পরিবর্তনের আভাস নেই আজ। তবে সারা দেশে রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে। আগামীকাল বৃহস্পতিবারও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এদিকে গতকাল দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায়, ১০.৯ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় এ সময় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৫.৮ ডিগ্রি। আগের দিনের তুলনায় এখানে সর্বনিম্ন তাপমাত্রা কমেছে ২.৪ ডিগ্রি।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ঘন কুয়াশায় বিমান চলাচল ব্যাহত সৈয়দপুরে : ঘন কুয়াশার কারণে ভিজিবিলিটি (দৃশ্যমানতা) কম থাকায় গতকাল নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে প্রায় ছয় ঘণ্টা ফ্লাইট চলাচল বন্ধ ছিল। সৈয়দপুর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা লোকমান হাকিম জানান, সকাল ৬টার দিকে তাপমাত্রা ১২.৮ ডিগ্রি সেলসিয়াস ও ভিজিবিলিটি ৫০০ মিটার রেকর্ড করা হয়। ফলে সকালের ফ্লাইট চলাচলে বিঘ্ন ঘটে। পরে দুপুর পৌনে ১টার দিকে আবার ফ্লাইট চলাচল স্বাভাবিক হয় বলে জানান সৈয়দপুর বিমানবন্দর ব্যবস্থাপক এ কে এম বাহাউদ্দিন জাকারিয়া।</span></span></span></span></p>