<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">নানা আয়োজনের মধ্য দিয়ে পল্লীকবি জসীমউদ্দীনের ১২২তম জন্মবার্ষিকী পালন করেছে ফরিদপুর জেলা প্রশাসন, জসীম ফাউন্ডেশন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। গতকাল বুধবার সকালে ফরিদপুর শহরের অম্বিকাপুরে কবির পারিবারিক কবরস্থান ও সমাধিস্থলে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক ও জসীম ফাউন্ডেশনের সভাপতি মোহাম্মদ কামরুল হাসান মোল্যা, পুলিশ সুপার মো. আব্দুল জলিল, প্রেস ক্লাবের নেতৃবৃন্দসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক প্রতিষ্ঠান। বাংলা সাহিত্যের এই প্রাণপুরুষ এই দিনে ১৯০৪ সালে মতান্তরে ১৯০৩ সালে ফরিদপুর সদরের তাম্বুলখানা গ্রামে মাতৃলয়ে জন্মগ্রহণ করেন। পুষ্পস্তবক অর্পণ শেষে আলোচনা সভা হয়।</span></span></span></span></span></p>