<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">পটুয়াখালীর কলাপাড়ার আলীপুর মৎস্য বন্দরের একটি ট্রলারে ১৯৫ মণ ইলিশসহ সামুদ্রিক মাছ শিকার করে ৪০ লাখ ১৪ হাজার টাকায় বিক্রি করে রেকর্ড সৃষ্টি করেছে। গতকাল শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত মাছগুলো আলীপুর মৎস্য অবতরণ কেন্দ্রে বিক্রি করা হয়।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">রেকর্ডসংখ্যক মাছ আহরণকারী ট্রলার এফবি বিসমিল্লাহ-১-এর মাঝি এখলাস গাজী বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গত রবিবার রাতে কুয়াকাটা থেকে পূর্ব-দক্ষিণ ৯০ কিলোমিটার গভীর সমুদ্রে ১৭ জন জেলে নিয়ে মাছ শিকারের জন্য যাই। দুই দিন মাছ শিকার করে বৃহস্পতিবার শেষবেলায় তীরে ফিরে আসি। আলীপুরে মেসার্স ফাইভ স্টার ফিস নামের একটি মৎস্য আড়তে শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত মাছগুলো নিলামের মাধ্যমে বিক্রি হয় ৪০ লাখ ১৪ হাজার টাকায়।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">৬০০ থেকে ৮০০ গ্রাম ওজনের প্রতিমণ মাছ ৪০ হাজার টাকা, ৪০০ থেকে ৫০০ গ্রাম ওজনের প্রতি মণ মাছ ২৫ হাজার টাকা এবং ছোট সাইজের প্রতি মণ মাছ ১৫ হাজার টাকা দরে বিক্রি হয়েছে। অন্যান্য বিভিন্ন প্রজাতির মাছ ৫৪ হাজার টাকায় বিক্রি করা হয়েছে। সব মিলিয়ে ৪০ লাখ ১৪ হাজার টাকা আয় হয়েছে।</span></span></span></span></span></p> <p><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এফবি বিসমিল্লাহ-১ ট্রলারের মালিক খলিলুর রহমান খান বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">অনেক দিন পর কিছু মাছ শিকার করেছেন আমার ট্রলারের জেলেরা। বিগত দিনে ধারাবাহিক লোকসানের কারণে মন্দা যাচ্ছিল। আল্লাহর রহমতে শিকার হওয়া মাছ বিক্রি করে আগের লোকসান কিছুটা কাটিয়ে উঠতে পারব।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></p>